Last updated on November 24, 2021
গোপাল দেবনাথ : কলকাতা, ২২ নভেম্বর ২০২১। বিশ্বের সর্বত্রই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমেই তারা তাদের নেতা বা নেত্রী কে বাছাই করে দেশ রাজ্য বা সাধারণ সংগঠন পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। প্রায় ৪০ বছর ধরে প্রাচীন কলকাতার লাগোয়া শহর বিধান নগরে সল্টলেক সাংস্কৃতিক সংসদ এর সদস্যরা এর আগে কখনও তাদের সংগঠনের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন নি।
বর্তমান সময়ে কিছু জটিলতার কারণে অবশেষে নির্বাচনে যেতে বাধ্য হলো এই সংগঠন। গত ১৮ নভেম্বর সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেলের পার্শ্ববর্তী খোলামেলা লনে শ্রী ব্রিজমোহন বেরিওয়ালা’ নেতৃত্বে প্রাক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেই সমাবেশেই সাংবাদিকদের ব্রিজমোহন বাবু বলেন বর্তমানে যাদের
নেতৃত্বে এই সংগঠন পরিচালিত হচ্ছে তারা রীতিমতো সংগঠন বিরোধী কাজে লিপ্ত হয়েছেন যেটা এই সংগঠনের চিন্তা ধারার সাথে একদম মানানসই নয়। আর সেই কারণের জন্যই এই নির্বাচন। তিনি আরো বলেন আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমগ্ৰ হিন্দি ভাষা ভাষীদের একত্রিত করে সাধারণ মানুষের সেবা করা।
ব্রিজমোহন বাবু বলেন আজ আমরা সকল সদস্য একত্রিত হয়ে আমরা আমাদের সুখ দুঃখের কথা বললাম যাতে আগামীদিনে আমরা এই সংগঠন কে বহুদূরে নিয়ে যেতে পারি। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্রিজমোহন বাবু বলেন আমাদের সল্টলেক সাংস্কৃতিক সংসদে কোনো বাঙালি সদস্য নেই এটা কেবলমাত্র হিন্দিভাষীদের জন্য আর তা ছাড়া বাঙালিরা আমিষ খাবার খান।
গত ২০ নভেম্বর বিধান নগরে ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে।
Be First to Comment