সিঞ্চিনী পোদ্দার : দমদম, ২৬ মে, ২০২৪। আগামী ১লা জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। গোটা দেশ জুড়ে মোট ৪০০ জন প্রার্থী দিয়েছে অখিল ভারতীয় পরিবার পার্টি । এবার দমদম কেন্দ্র থেকে এই দলের মনোনীত প্রার্থী হিসেবে লাঠি চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরী বিশ্বাস। লক্ষ্য ঋণ মুক্ত ভারত গড়ার অভিযান । নানা টাল বাহানার পর অবশেষে দমদম কেন্দ্র থেকে মনোনীত হয়ে লড়াই করার ডাক তার। এদিন সাংবাদিক বৈঠক করে তুলে ধরলেন নিজেদের দলের লক্ষ্য।
অখিল ভারতীয় পরিবার পার্টির কার্যকর্তারা জানান, ইতিমধ্যে গোটা দমদম লোকসভা কেন্দ্র জুড়ে প্রায় কয়েক লক্ষ মানুষ নিজেদের ঋণ মকুবের আবেদন করেছেন। ভোট প্রচারের পাশাপাশি এখনো চলছে ভোটারদের ঋণ মকুবের আবেদনকারীদের নাম নথিভুক্তের কাজ ।
Be First to Comment