অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী।
একদিন সব বলব, আগল খোলা রেখো।
প্রশ্ন করব।
উপক্ষা নয় জবাব গ্রহণ করব।
জীবনের সংকীর্ণ আলপথ জঙ্গল মানেনা,
শোনেনা কথকথা।
নিজের পা নিজেই মাড়িয়ে এগোতে চায়।
পারে কি!
তুমি পেরেছ?
তোমার চোখের কথা ভেবে ঘুম আসত।
তোমার ঘুমে আমি স্বপ্ন হতাম!
হতাম খেলার পুতুল।
নানা রঙের জামা মুখোশ,যা তোমার পছন্দ।
রাত ভোর হওয়া পর্যন্ত পুতুল খেলা।
তোমার বিষাদ, অবসাদ, বেদনা, যন্ত্রনার,
আমি আরোহী, আমি পন্থী।
তোমার ভালবাসায় আমি রিক্ত, নিস্ব।
তবে কেন চলে গিয়ে ছোটো হলে?
কোনো কথা না কয়ে আরো ছোটো!
কেন?
আরো কিছু যা পাওনি, পেয়েছ কি?
যা ছিল, হারিয়েছ, পেয়েছ কি?
উপেক্ষা নয় জবাব গ্রহণ করব।
Be First to Comment