Press "Enter" to skip to content

উপন্যাসে লেখা আছে
সে প্রেমের কথা…….
একি কোনো অভিশাপ? বারে বারে প্রশ্ন করেও
মেলেনি জবাব…….।

Spread the love

অশোক ব্যানার্জী : কলকাতা।

ইতিহাসে লেখা আছে
মানুষের যুদ্ধের কথা।
কখনো বা কারণ ছিল
কখনো অযথা।
যুগে যুগে বহুবার
বহু দিন ধরে
হৃদয়ের সব দ্বার
অবরোধ করে
ধ্বংসের নেশায়
মেতেছে মানুষ বার বার।
যে কারণে প্রতিবার
বহু দেশ বহু নগর বন্দর
কত সৌধ স্মৃতি, কত সুখের ঘর
ধ্বংস হয়ে গেছে। তারই সাথে
কত সাধ কত আশা
নিভে গেছে চিরতরে,
তবু মানুষের যুদ্ধের নেশা
মেটেনি এখনো, আজও মানুষ
পায়নি পরিত্রাণ
পাশবিক স্বভাব থেকে
আজও তার বাকি পূণ্যস্নান !

মানুষের প্রেমের কাহিনী
সেওতো ইতিহাসই বলে
যুগে যুগে মানুষের মনে
কত বিচিত্র খেলা চলে!
কত গল্পে, উপন্যাসে লেখা আছে
সে প্রেমের কথা
কত বুক ভরা ভালোবাসা
কত আশা আকাঙ্খা
কত আশাহত ব্যথা
যুগ যুগ ধরে
পোষণ করেছে মানুষ
নিজেরই অন্তরে।
আজও মানুষ
পুরোনো দিনের মত
পরণয়ীর কানে কানে
ভালোবাসার কথা কয় যত ।
আজও তার গর্ব
ভালবাসা নিয়ে
এ যান্ত্রিক যুগেও যা
যায়নি হারিয়ে !
আবার,নির্বিদ্বিধায় এই
ইতিহাসই জানায়
বাঁচার তাগিদে মানুষ
কাজ করে যায়
সভ্যতার আদি কাল থেকে,
নতুন কাজের নেশায় একে একে
যুগে যুগে কত বিষ্ময়কর আবিষ্কার
মানুষই করেছে বার বার।
উচ্চতর প্রযুক্তি বিদ্যার হাত ধরে
মানুষ আজ সভ্যতার চরম শিখরে !

যে মানুষ ভালবাসে
গান গায় প্রাণখুলে হাসে,
যে মানুষ মেতে থাকে
কাজের নেশায়
সেই মানুষই আবার
যুদ্ধ চায় ,
একি কোনো অভিশাপ ?
বারে বারে প্রশ্ন করেও
মেলেনি জবাব।

কবি — অশোক ব্যানার্জী।
More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *