Press "Enter" to skip to content

উন্নততর চিকিৎসা পরিষেবার প্রবেশাধিকার বিস্তারে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল অ্যাপোলো হসপিটালস, চেন্নাই….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৪ ডিসেম্বর ২০২৫: পূর্ব ভারতের রোগীদের জন্য দেশের সর্বাধুনিক টারশিয়ারি ও কোয়াটার্নারি কেয়ার সেবার প্রবেশাধিকার আরও শক্তিশালী করতে বৃহস্পিবার কলকাতায় একটি প্রেস মিট আয়োজন করে অ্যাপোলো হসপিটালস, চেন্নাই। এই অনুষ্ঠানে অ্যাপোলোর চার দশকব্যাপী ক্লিনিক্যাল এক্সেলেন্স, প্রযুক্তিগত অগ্রগতি এবং রোগীকেন্দ্রিক চিকিৎসার ঐতিহ্য বিশেষভাবে তুলে ধরা হয়। চেন্নাইয়ের সেন্টারস অফ এক্সেলেন্স প্রতি বছর পূর্ব ভারতের হাজারো জটিল রোগীকে সাফল্যের সঙ্গে সুস্থ করে তুলছে।

প্রেস মিটে অ্যাপোলো হসপিটালস, চেন্নাই–এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন—

ড. নারায়ণ মিত্র (ডেপুটি জেনারেল ম্যানেজার (ইস্টার্ন রিজিয়ন), অ্যাপোলো হসপিটালস চেন্নাই), মি. শ্রীধর রামান (ভাইস প্রেসিডেন্ট), ড. ইলঙ্কুমারন কালিয়ামূর্তি (গ্রুপ সিইও, অ্যাপোলো হসপিটালস চেন্নাই রিজিয়ন), মি. নাগার্জুন রেড্ডি (সিনিয়র জেনারেল ম্যানেজার, অ্যাপোলো হসপিটালস চেন্নাই), মি. শান্তনু চ্যাটার্জী (ডেপুটি জেনারেল ম্যানেজার)

পূর্ব ভারত অ্যাপোলো হসপিটালস-এর জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে ক্রমবর্ধমান সংখ্যক রোগী রোবোটিকস, অনকোলজি, অর্গান ট্রান্সপ্লান্টেশন, অ্যাডভান্সড কার্ডিয়াক সায়েন্সেস এবং ক্রিটিক্যাল কেয়ার-এর মতো উচ্চমাত্রার জটিল চিকিৎসার জন্য চেন্নাই ভ্রমণ করছেন। ডায়াগনসিস থেকে প্রক্রিয়া এবং ফলো-আপ পর্যন্ত অ্যাপোলোর সমন্বিত চিকিৎসা কাঠামো প্রতিটি জটিল রোগীর জন্য নিশ্চিত করে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও সুনিয়ন্ত্রিত চিকিৎসা-পরিক্রমা।

৪২ বছরের সুস্থতার যাত্রা:- ১৯৮৩ সালে যাত্রা শুরুর পর থেকে অ্যাপোলো হসপিটালস ২০০ মিলিয়নেরও বেশি মানুষের জীবন ছুঁয়েছে এবং দেশের উন্নত চিকিৎসার সবচেয়ে বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ৪২ বছরে অ্যাপোলো ধারাবাহিকভাবে ক্লিনিক্যাল স্কেল, বিশেষজ্ঞের দক্ষতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে মানদণ্ড স্থাপন করে চলেছে, যাতে দেশের বাইরের চিকিৎসার প্রয়োজন না পড়েই রোগীরা বিশ্বমানের চিকিৎসা পেতে পারেন।

চেন্নাই: জটিল ও রোবোটিক চিকিৎসার ভারতের কেন্দ্র

অ্যাপোলো হসপিটালস, চেন্নাই দেশে বহুবিভাগীয় জটিল চিকিৎসার অন্যতম উন্নত কেন্দ্র। কলকাতা ও পূর্ব ভারতের রোগীরা এখানে এমন চিকিৎসার জন্য আসেন, যা উচ্চ বিশেষজ্ঞ দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়। প্রধান শক্তিগুলির মধ্যে রয়েছে—

রোবোটিক সার্জারিতে নেতৃত্ব:
২২,০০০-এর বেশি রোবোটিক সার্জারি সম্পন্ন করেছে অ্যাপোলো; চেন্নাইয়ে রয়েছে ১০টি রোবোটিক প্রযুক্তির ব্যবহার। ইউরোলজি, গাইনি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ইএনটি ও অর্থোপেডিক্সে হাই-ভলিউম রোবোটিক প্রোগ্রাম—যা অধিক নির্ভুলতা, কম ব্যথা, ক্ষুদ্রতর চেরা, দ্রুত আরোগ্য ও টেকসই ফলাফল নিশ্চিত করে।

অ্যাডভান্সড কার্ডিয়াক সায়েন্সেস:
উচ্চ-ঝুঁকির রোগীদের জটিল কার্ডিয়াক ইন্টারভেনশন ও সার্জারি, বিশেষায়িত আইসিইউ ও মাল্টিডিসিপ্লিনারি টিমের সহায়তায়।

কোয়াটার্নারি অনকোলজি:
সার্জিক্যাল, মেডিক্যাল ও রেডিয়েশন অনকোলজি—সব মিলিয়ে সমন্বিত ক্যান্সার চিকিৎসা, প্রিসিশন ডায়াগনস্টিক্স ও টিউমার বোর্ডের সহায়তায়।

অর্গান ট্রান্সপ্লান্টেশন এক্সেলেন্স:
বৃহৎ স্কেলের ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম, শক্তিশালী ফলাফল এবং পোস্ট-ট্রান্সপ্লান্টের সম্পূর্ণ কেয়ার কনটিনিউটি।

ক্যান্সার কেয়ার: প্রিসিশন-ভিত্তিক, বহুবিভাগীয়, ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা

অ্যাপোলো চেন্নাই দেশের অন্যতম উন্নত ও সমন্বিত ক্যান্সার কেয়ার প্রোগ্রাম প্রদান করে, যা প্রিসিশন ডায়াগনস্টিক্স এবং পূর্ণাঙ্গ চিকিৎসার ওপর ভিত্তি করে পরিচালিত। সার্জিক্যাল, মেডিক্যাল ও রেডিয়েশন অনকোলজি—একটি সমন্বিত টিমের নেতৃত্বে প্রতিটি রোগীর জন্য নির্ধারিত হয় সঠিক সময়ে সঠিক থেরাপি। প্রতিটি কেস মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে পর্যালোচনা করা হয়, যেখানে অনকোলজি, রেডিওলজি, প্যাথোলজি ও অর্গান-স্পেসিফিক বিশেষজ্ঞরা যৌথভাবে রোগীর জন্য সর্বোত্তম প্রমাণভিত্তিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করেন।

ট্রান্সপ্লান্ট মাইলস্টোন: নতুন মানদণ্ডের সূচনা

এশিয়ার অন্যতম শক্তিশালী ট্রান্সপ্লান্টেশন প্রোগ্রাম হিসেবে অ্যাপোলোর একটি বড় সাফল্য হলো—অ্যাপোলো লিভার ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের অধীনে ৫,০০০টি লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা। এর ফলে অ্যাপোলো ভারত এবং এশিয়া অঞ্চলের প্রথম হাসপাতাল গোষ্ঠী হিসেবে এই মাইলস্টোন ছুঁয়েছে। এটি বহু বছরের ক্লিনিক্যাল স্কেল, মানসম্মত প্রোটোকল এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ দলের দক্ষতার প্রতিফলন।

প্রেস মিটে বক্তব্য রাখতে গিয়ে ড. ইলঙ্কুমারন কালিয়ামূর্তি, চিফ এক্সিকিউটিভ অফিসার, অ্যাপোলো হসপিটালস চেন্নাই রিজিয়ন বলেন—
“পশ্চিমবঙ্গ অ্যাপোলোর বিশ্বমানের চিকিৎসা সেবার মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর আমরা এই অঞ্চল থেকে ১৫,০০০-এর বেশি রোগীকে চিকিৎসা দিই, যাদের অনেকের চিকিৎসাই অত্যন্ত জটিল। রোবোটিকস, অনকোলজি, ট্রান্সপ্লান্ট—সব ক্ষেত্রেই বিশেষজ্ঞদের দক্ষতা ও ধারাবাহিক প্রযুক্তিগত উন্নতির কারণে চেন্নাই এখন দেশের উন্নত চিকিৎসার কেন্দ্র। আমাদের লক্ষ্য হলো বিশ্বমানের এই চিকিৎসা যাতে প্রতিটি রোগীর কাছে আরও সহজলভ্য হয়—বিশ্বাসযোগ্য আঞ্চলিক পার্টনারশিপ এবং নিরবচ্ছিন্ন কেয়ার কনটিনিউটির মাধ্যমে।”

প্রিভেন্টিভ হেলথ: প্রো-হেলথের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ।

জটিল চিকিৎসার পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তুলতে প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার গুরুত্বও তুলে ধরেছে অ্যাপোলো। অ্যাপোলো প্রো-হেলথ চেক-আপ-এর মাধ্যমে মানুষ দীর্ঘমেয়াদি রোগ, ক্যান্সার, মেটাবলিক ডিসঅর্ডার এবং লাইফস্টাইল-জনিত ঝুঁকি আগেই শনাক্ত করতে পারেন। নিয়মিত প্রিভেন্টিভ চেক-আপ জীবনঘাতী হওয়ার আগেই রোগ ধরা পড়তে সাহায্য করে, দীর্ঘমেয়াদি চিকিৎসার চাপ কমায় এবং বাঁচার সম্ভাবনা ও জীবনমান উল্লেখযোগ্যভাবে বাড়ায়।

পূর্ব ভারতের প্রতি অঙ্গীকার :- অ্যাপোলো হসপিটালস, চেন্নাই পূর্ব ভারতের প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে—ক্লিনিক্যাল পার্টনারশিপ শক্তিশালী করা, জটিল কেসের জন্য রোগী নির্দেশনা বাড়ানো এবং প্রতিরোধমূলক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে।

ছবি:- সায়ন দেবনাথ।

More from HealthMore posts in Health »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.