Press "Enter" to skip to content

উত্তরপ্রদেশের বন ও পরিবেশ, চিড়িয়াখানা এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী অরুণ কুমার সাক্সেনার নেতৃত্বে কলকাতায় প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে রোড শো….।

Spread the love

– *উত্তরপ্রদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ—দিব্য, ভব্য এবং ডিজিটাল মহাকুম্ভ আয়োজনের প্রতি।*
– *মহাকুম্ভ হল ভারতের ঐক্যের বহুত্বে এক অনন্ত এবং সম্মিলিত ঘোষণা – শ্রী অরুণ কুমার সাক্সেনা।*
– *শুদ্ধ পানীয় জল, ইন্টিগ্রেটেড কন্ট্রোল কমান্ড সেন্টার এবং ৪৪টি ঘাটে ফুলের বর্ষণসহ পর্যাপ্ত ব্যবস্থা গৃহীত হয়েছে।*
– *প্রযুক্তি ব্যবহার করে মহাকুম্ভে আগত তীর্থযাত্রীদের সংখ্যা নির্ভুলভাবে নিরূপণ করা হবে।*

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ৯ই ডিসেম্বর, ২০২৪। উত্তরপ্রদেশ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে, মহাকুম্ভ ২০২৫-কে ভারতের সাংস্কৃতিক ঐক্যের একটি বৈশ্বিক প্রতীক হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই মহতী প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরপ্রদেশ সরকারের বন ও পরিবেশ, চিড়িয়াখানা এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী অরুণ কুমার সাক্সেনা পশ্চিমবঙ্গে এক মহৎ রোড শো-এর নেতৃত্ব দিয়েছেন। তিনি মহাকুম্ভকে ভারতের বহুত্বের মধ্যে ঐক্যের এক অনন্য উদযাপন হিসেবে তুলে ধরেন এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি.ভি. আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের জনগণকে প্রয়াগরাজ মহাকুম্ভ ২০২৫-এ অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

শ্রী অরুণ কুমার সাক্সেনা উল্লেখ করেন, সরকার এমন এক ঐতিহাসিক ইভেন্ট আয়োজনের লক্ষ্যে কাজ করছে, যেখানে আন্তর্জাতিক অংশগ্রহণ এবং সর্বাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। তিনি বলেন, “মহাকুম্ভ হল ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার প্রতিফলন, যা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত, সমন্বিত ভারত’-এর এক উজ্জ্বল প্রতীক।”

*মহাকুম্ভ ২০২৫: ভারতের ঐতিহ্যের মহোৎসব*

প্রেস কনফারেন্সে শ্রী অরুণ কুমার সাক্সেনা জানান, “২০১৯ সালের প্রয়াগরাজ কুম্ভের দৃষ্টান্তমূলক ব্যবস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছিল। এই বছরের মহাকুম্ভ সেটিকে ছাড়িয়ে গিয়ে আরও ভব্য এবং দিব্য হবে।” তিনি উল্লেখ করেন, ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক মেলা ইউনেস্কো কর্তৃক মানবজাতির অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত।

*পরিবেশ-বান্ধব মহাকুম্ভ*
মহাকুম্ভ ২০২৫-কে পরিবেশ বান্ধব করার জন্য এটিকে একক-ব্যবহারের প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে। মেলা এলাকায় ডোনা-পাতল বিক্রেতাদের জন্য দোকানের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও ৪ লক্ষ শিশু এবং প্রয়াগরাজের জনসংখ্যার পাঁচগুণ মানুষকে এই বার্তাটি পৌঁছে দেওয়া হচ্ছে।

*সকলের জন্য উন্নত স্বাস্থ্যসেবা*
মহাকুম্ভে তীর্থযাত্রীদের স্বাস্থ্যসেবার জন্য ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরি করা হয়েছে। এ ছাড়াও ছোট হাসপাতাল এবং জরুরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

*ডিজিটাল মহাকুম্ভ*
মহাকুম্ভ ২০২৫-কে ডিজিটাল রূপ দিতে একটি ওয়েবসাইট, অ্যাপ এবং ১১টি ভাষায় এআই-চালিত চ্যাটবট চালু করা হবে। তীর্থযাত্রীদের জন্য কিউআর-ভিত্তিক পাস, ড্রোন নজরদারি, এবং গুগল ম্যাপস-এর সাথে ইন্টিগ্রেশনের ব্যবস্থা থাকছে।

*পরিকল্পিত যানবাহন পার্কিং এবং নতুন ঘাট নির্মাণ*
৫ লক্ষ যানবাহনের জন্য স্মার্ট পার্কিং-এর ব্যবস্থা করা হয়েছে। মহাকুম্ভ শহরে ৯টি নতুন ঘাট নির্মাণ করা হয়েছে।

*ঐক্যের প্রতীক মহাকুম্ভ*
শ্রী অরুণ কুমার সাক্সেনা বলেন, “মহাকুম্ভ শুধুমাত্র একটি মেলা নয়, এটি ভারতের ঐক্যের বহুত্বে এক অনন্য উদাহরণ।”

এই মহোৎসবে অংশ নিতে সমগ্র দেশ ও বিশ্বের জনগণকে আহ্বান জানানো হয়েছে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.