নিজস্ব প্রতিনিধি : পটাশপুর, ২৮ নভেম্বর ২০২৪। উচ্চ ফলনশীল ধানচাষে সাফল্য মিলল পূর্ব মেদিনীপুর জেলায়। কৃষি গবেষণা প্রতিষ্ঠান নুজিভীডু সিডস জানিয়েছে, তাদের গবেষনায় তৈরি ‘ইন্দ্রাণী’ এন পি ৭০৬১ নামে ধান বীজ উৎপাদনে ঘাটতি মেটাতে সাহায্য করবে।
পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে শুধু ধান উৎপাদন কমেছে এমন নয়, সামগ্রিকভাবে কৃষিজাত উৎপাদন হ্রাস পেয়েছে। এজন্য মূলত জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হয়েছে।
এই সমস্যা মেটাতেই উচ্চফলনশীল শস্যের দিকে ঝুঁকছেন সকলে। এই ধরনের ধানগাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও যথেষ্ট কম।
নতুন এই ধানবীজ বিভিন্ন ধরনের মাটি ও জলবায়ু অনুযায়ী, কৃষকদের তারা বীজ সরবরাহ করে। এই ধরনের বীজ থেকে উৎপন্ন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উচ্চ ফলনের সম্ভাবনাও থাকে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের কৃষ্ণপুর গ্রামের চাষীরা ইন্দ্রাণী ধান চাষে ভালো সাফল্য পেয়েছে। কারণ বন্যায় বেশ কয়েকদিন ক্ষেত ডুবে থাকলেও এই গাছের তেমন ক্ষতি হয় না। শিসের দৈর্ঘ্য বেশ বড়ো হওয়ায় ধান কাটতেও খুব সুবিধা হয়। তাছাড়া দানাগুলিও বেশ পুরুষ্টু।
এই ধানচাষে কৃষকদের সাফল্য প্রচার করতে পূর্ব মেদিনীপুরের বীরবরপুরের সারসা গ্রামে এবং পটাশপুরের কৃষ্ণপুর গ্রামে সেলিব্রিটি মেগা শো অনুষ্ঠীত হয়। ছিলেন কৌতুকাভিনেতা মাকু এবং বোলপুরের শিল্পী উত্তম দাস বাউল। ইন্দ্রাণী নিয়ে গান শোনান উত্তম দাস বাউল। অনুষ্ঠানে কৌতুকাভিনেতা মাকু কৌতুকের মাধ্যমে চাষিদের বোঝান এই ধানচাষে কেমন লাভ হয়।
কর্তৃপক্ষের আশা,এই ধান চাষ করলে কৃষকদের অর্থনৈতিক অবস্থারও দ্রুত উন্নতি হবে।
আশ্চর্যের বিষয়, কাটা পর্যন্ত গাছ পড়ে যায় না। সব গুলি সমান মাপের লম্বা শীষ। একসঙ্গে সব ধান পাকে তাই কাটা সহজ এবং ফসল পাওয়া যায় বেশি।
উচ্চ ফলনশীল ধান চাষে ইন্দ্রানী এন পি ৭০৬১ধান বীজ এ সাফল্য মিলল পুর্ব মেদিনীপুরে….।

More from FoodMore posts in Food »
- Sundrex Oil Company Ltd.’s Rs. 32.25 crore SME IPO to open for subscription on 22nd December, 2025….Sundrex Oil Company Ltd.’s Rs. 32.25 crore SME IPO to open for subscription on 22nd December, 2025….

- Kolkata Foodpreneur Honoured for Culinary Vision….
- Dabur Chyawanprash Launches “Systematic Immunity Plan” (S.I.P.) Campaign with Digital Immunity Score Assessment….
- ITC’s Sunrise’s Swasthya Pradesh Program empowers 1.5 Mn women….
- Rakesh Masala Welcomes Hrithik Roshan as Brand Ambassador….
- Orko’s Restaurant & Lounge Bar presents ‘Radhunir Diary’ – Celebrating the Microcuisines of Bengal….Orko’s Restaurant & Lounge Bar presents ‘Radhunir Diary’ – Celebrating the Microcuisines of Bengal….

More from GeneralMore posts in General »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- দুষ্কৃতীদের তান্ডবের প্রতিবাদে প্রথম আলোর সাংবাদিকরা আজ রাস্তায়….।
- India’s Protein Awakening: How 2025 Redefined Everyday Nutrition….
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
More from InternationalMore posts in International »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সাফ ক্লাব কাপ খেতাব জয়ী লাল হলুদ মেয়েদের সম্বর্ধনা…..।
- বি এস ইউ প্রয়াস মক টেস্ট এর উদ্যোগে দ্বিতীয় মক টেস্ট শুরু হল….।
- মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া-তে অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিকের সূচনা….।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।













Be First to Comment