গোপাল দেবনাথ : কলকাতা, ৪ জুলাই ২০২২। আজকের দিনে নারী আগেকার দিনের মতো ঘরে থেকে কেবলমাত্র রান্নাঘর সামলানো ও পুত্রকন্য লালন পালন করে দিন অতিবাহিত করে না। ভালোভাবে শিক্ষা লাভ করে এই বিশ্বের নানাপ্রান্তে সুপ্রতিষ্ঠিত। বাড়ির কাজ যেমন দক্ষতার সাথে করে থাকে সেইসাথে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দ্রুততার সাথে এগিয়ে চলেছে।
একটা প্রবাদবাক্য আছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী , অর্ধেক তার নর। এই সময়ে এই বাংলায় যেসব নারীরা নিজের প্রতিভায় সমৃদ্ধ হয়েছেন কেবলমাত্র তাদের সম্মান জানাতে বঙ্গনারী সম্মানের আয়োজন করা হয় উইনার্স ট্র্যাক পরিবারের সৌজন্যে কলকাতার আই সি সি আর হলে গত ২ জুলাই শনিবার।
এরই পাশাপাশি নারীর প্রতিভাকে সম্মান জানাতে ধানসিঁড়ি প্রোডাকশনস্ এই বছর প্রথম শুরু করলো ‘বঙ্গনারী সম্মান ‘ প্রদান উৎসব। সমাজসেবা থেকে সঙ্গীত জগৎ ,সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশ প্রশাসন , বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজেদের কর্মকুশলতার মাধ্যমে যাঁরা সমাজের বুকে গভীর প্রভাব ফেলেছেন তেমনই গুণী নারীদের বঙ্গনারী সম্মানে ভূষিত করা হলো। আর যে সকল কৃতী নারীদের ‘বঙ্গনারী ২০২২’ সম্মান দেওয়া হলো তারা হলেন বিজ্ঞানে ডঃ তানিয়া দাস , সঙ্গীতে লোপামুদ্রা মিত্র , সাহিত্যে তিলোত্তমা মজুমদার , পুলিশ পরিষেবায় কাকলি ঘোষ কুন্ডু , সাংবাদিকতায় বিশিষ্ট সাংবাদিক পিউ রায় , সাহসিকতার জন্য নীলাঞ্জনা চ্যাটার্জী সহ সর্বমোট পনেরো জনকে এই সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতিদের হাতে সন্মান তুলেদেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী, লাজবন্তী রায় সহ বিশিষ্টজন।
সমগ্ৰ অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন অভিজিৎ গুপ্ত। বঙ্গনারী সম্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইনার্স ট্র্যাক পরিবারের পক্ষ থেকে সূর্য সিনহা ও শ্রীমতি স্মৃতি সিনহা।
Be First to Comment