গোপাল দেবনাথ : কলকাতা, ২৭ ফেব্রুয়ারি ২০২৪। গত ২১ ফেব্রুয়ারি বুধবার পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র ও ভারতীয় বিদ্যা ভবন এর সহায়তায় ইস্পাত সংগঠনের উদ্যোগে ই জেড সি সি র রঙ্গ মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত একুশে উৎসব অনুষ্ঠান শুরু হয় বিকেলে। এই বাংলার মানুষের কাছে বাংলা তথা বাঙালির ঐতিহ্য কে ধরে রাখার লক্ষ্য নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এর মেলবন্ধনে হয়ে ওঠে বাংলাভাষার মিলন ক্ষেত্র। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় বিদ্যা ভবন এর প্রধান শিক্ষক অরুণ কুমার দাশগুপ্ত। তিনি উপস্থিত দর্শক শ্রোতাদের সামনে এই দিনের তাৎপর্য তুলে ধরার সাথে সাথে আরো বেশী করে বাঙালির সাংস্কৃতি কে তুলে ধরার চেষ্টা করবেন। বিধাননগর পৌর নিগম এর চেয়ারম্যান সব্যসাচী দত্ত তার বক্তব্যে জানান দুই বাংলাকে বেঁধে রেখেছে এই বাংলা ভাষা। তিনি আরো বলেন আগামী দিনে আরো বেশী পরিমানে এইরকম অনুষ্ঠান অনুষ্ঠিত হোক এই আশা করি। প্রথমে ইস্পাত সংস্থার সম্পাদক রিতেশ বসাক উপস্থিত সাংবাদিকদের বলেন আমরা চেষ্টা করবো আপনাদের জন্য এই রকম অনুষ্ঠান এর ব্যাবস্থা করা। অনুষ্ঠানের সূচনা হয় ছায়ানট কলকাতা আয়োজিত ৭২ শিল্পীর কণ্ঠে কবি নজরুল ইসলামের গান। এই সব শিল্পীদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন সংগীতশিল্পীরাও অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলাভৃত্, ছন্দাস, কথা নদী, অন্তরঙ্গ, মোহনা, লহোরা, বিধাননগর গভ: কলেজ, রম্যানি, আহিমনী সহ আরো অনেক সাংস্কৃতিক সংগঠন। ইস্পাত এর সভাপতি সুজিত পাল উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ই জেড সি সি র রঙ্গ মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশে উৎসব….।

More from CultureMore posts in Culture »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
More from EntertainmentMore posts in Entertainment »
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- Garden Vareli to Collaborate with ‘My Name is Jaan’ to Celebrate the Legacy of Gauhar Jaan at Kala Mandir…
More from InternationalMore posts in International »
- আলোঝলমল ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রনে সেজে উঠল কলকাতার ৩ নম্বর গভর্নমেন্ট প্লেস এর শতাব্দী প্রাচীন আয়কর ভবন….।
- মহারাজা কাশিমবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য নতুন কম্পিউটার ল্যাব….।
- কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মৎস্যবিজ্ঞান উন্নয়নে মউ স্বাক্ষরিত হল কল্যাণী ও লখনউ-এর মধ্যে তৈরি হবে অভয় পুকুর….।
- টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।
- আয়কর ভবনে আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
Be First to Comment