ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। ১৪, জানুয়ারি, ২০২১।
আমার একটা কবিতায়, আমি পরলোকে অজানা দেশে ট্রেনে করে যাবার পর কি হবে, তা নিয়ে পাকামী করে লিখেছিলাম:
“..খুঁজবে কি কেউ আমায়? আমার নামটা ধরে?
কেমন হবে সেই খোঁজাটা, জানতে ইচ্ছা করে।
কিন্তু, জানার উপায় নেই,
(কারণ) ট্রেনে উঠেছি যেই,
আইন মাফিক ফেলে এসেছি, আস্তো আমাকেই।..” সেই "কেমন হবে সেই খোঁজাটা"র একটা পরিস্কার জবাব আমি সম্প্রতি পেয়ে গেছি। আহা কি আনন্দ!!!!! আকাশে বাতাসে!!!!! বাবার মৃত্যুবার্ষিকীতে আমার ছবিতে শ্রদ্ধাঞ্জলী প্রকাশ করে ফুল, ধূপকাঠি দিয়ে, সে বার্তা আমায় জানানো হয়েছে। ইশ্...এটা যদি সত্যি হতো। আমি ধন্য হতাম। বাবার জায়গায় আমি মারা গেলে, বাবা বেঁচে থাকতেন। আমার জন্ম সার্থক হতো।

(আমি এই পাগলা গারদ থেকে সুরুৎ করে পালাতে পারতাম)। আকাশ ভরা সূর্য্য তারা থেকে আমি উল্কার মতো খসে গিয়ে মুক্তি পেতাম। "কোথায় কখন কবে, কোন তারা খসে গেল, আকাশ কি মনে রাখে?" আমি গিয়ে কবিগুরুকে চমকে দিতাম। বলতাম,"আপনি আক্ষেপ করে বলেছিলেন না? "মুক্তি! ওরে মুক্তি কি তোর আছে?..।" এই দেখুন, আমি পেয়েছি। আনন্দ পেয়েছি।" দুঃখ পেয়েছে জয়শ্রী, আমার তিন কণ্যে, আর কাছের কিছু ব্যক্তিরা। আর আমি দুঃখ পেয়েছি, শুধু একটুখানি।আপনাদের জন্য। ছ্যাঃ, এতো "উন্নয়ন" আর "অনুপ্রেরণার" পরও বাঙালিকে আমরা "জাদুকর" বানানটা শেখাতে পারলাম না!! "জাদুগর"-ই রয়ে গেলাম!!
!!!


Be First to Comment