Press "Enter" to skip to content

ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ আগস্ট, ২০২৫। সারা বিশ্বের কোটি কোটি মানুষ ফুটবল খেলা ভালো বসেন। সমর্থকদের মধ্যে ফুটবল এবং নিজের ক্লাব নিয়ে উন্মাদনার  কথা নতুন করে উল্লেখ করার প্রয়োজন নেই। এই দেশে যে সকল প্রাচীন ফুটবল ক্লাব আছে তার মধ্যে অন্যতম এই বাংলা তথা কলকাতার প্রিয় ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। এই ফুটবলের উৎপত্তি হয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিক যুগে। এই ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন সময়ের প্রখ্যাত  ব্যবসায়ী সুরেশ চন্দ্র চৌধুরী। সালটা ১৯২০ সালের ১লা আগস্ট। ব্রিটিশরাজ থেকে আজ পর্যন্ত বহু ঘটনার সাক্ষী এই ইস্টবেঙ্গল ক্লাব। এই ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ১ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের মহা সমারোহে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শুরুতেই সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য।

সদা হাসি খুশি ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

এদিন মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিমকে ক্লাবের পক্ষ থেকে সম্মানিত করা হয়।

এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে যাঁদেরকে সম্মানিত করা হলো, তাঁরা হলেন – স্বপন বল মেমোরিয়াল ‘সমর্থক’ সম্মানে সম্মানিত করা হলো ননী গোপাল বণিক এবং মন্টু সাহা কে। তাদের সম্মাননা প্রদান করেন ক্লাবের সাধারণ সচিব এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্নধার রূপক সাহা। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হলো শ্রী করুণা চক্রবর্তী কে, তাকে সম্মাননা প্রদান করেন দীপঙ্কর চক্রবর্তী। প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হলো শ্রী কার্তিক ইন্দু কে, তাকে সম্মাননা প্রদান করেন সহ সভাপতি ডাক্তার শান্তি রঞ্জন দাশগুপ্ত ।

আন্তর্জাতিক মাস্টার শ্রী আরণ্যক ঘোষ কে প্রতিভার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মানে সম্মানিত করলেন আই.এফ.এ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি ও রজত গুহ।

অজয় বোস মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মানে সম্মানিত করা হলো ডাঃ পল্লব বসু মল্লিক কে, তাকে সম্মাননা তুলে দিলেন আই.এফ.এ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি ও প্রাক্তন অধিনায়ক বিকাশ পাঁজি।

পুষ্পেন সরকার মেমোরিয়াল ‘আলোকচিত্রী’ সম্মানে সম্মানিত করা হলো শ্রী উৎপল সরকার কে, তাকে সম্মাননা তুলে দিলেন প্রাক্তন অধিনায়ক প্রশান্ত ব্যানার্জি ও শ্যাম থাপা।

‘প্রদীপ কুমার ব্যানার্জি’ মেমোরিয়াল সম্মানে সম্মানিত করা হলো শ্রী সঞ্জয় সেনকে, তাকে সম্মাননা প্রদান করেন বিধায়ক দেবাশিস কুমার ও প্রাক্তন অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্য । একই  সম্মানে সম্মানিত করা হলো অ্যান্টনি আন্দ্রেউস কে, তাকে সম্মাননা প্রদান করেন বিধায়ক দেবাশিস কুমার ও প্রাক্তন অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্য। এদিনের অনুস্ঠান মঞ্চে ভারতীয় ওমেন লিগ ও কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল টিমকে মঞ্চে সম্মানিত করা হয় ।

‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হলো ইস্টবেঙ্গল ক্লাব এবং ভারতীয় মহিলা ফুটবল টিমের খেলোয়াড় শ্রীমতি সঙ্গীতা বাসফোড় কে, তাকে সম্মাননা প্রদান করেন ক্লাব সভাপতি বিশিষ্ট শিল্পপতি মুরারি লাল লোহিয়া, প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার, সুব্রত দত্ত ।

‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করা হলো প্রাক্তন ভারতীয় হকি টিমের অধিনায়ক পদ্মভূষণ পি. আর. শ্রীজেশ কে, তাকে সম্মাননা প্রদান করেন মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, কলকাতার মহানাগরিক জনাব ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া, প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলী ও অতনু ভট্টাচার্য ।

গোপাল বোস মেমোরিয়াল ‘বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়’ সম্মানে সম্মানিত করা হলো শ্রী কনিষ্ক শেঠ কে, তাকে সম্মাননা প্রদান করেন সি.এ.বি. প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলী ও বাবলু গাঙ্গুলী।

১৯৭৫ এর ৫ গোলের এর ম্যাচ নিয়ে একটি তথ্যচিত প্রদর্শিত হয় এবং সেই টিমের খেলোয়াড়দের নিয়ে একটি টক শো অনুষ্ঠিত হয়, যাতে ছিলেন তরুণ বসু, শ্যাম থাপা, সমরেশ চৌধুরী, গৌতম সরকার ও রঞ্জিত মুখার্জী এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য । টক শো শেষে সকলকে সম্মাননা প্রদান করা হয় । ইস্টবেঙ্গল ক্লাবের রিসার্ভ টিমকে মঞ্চে সম্মানিত করা হয়।

ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হলো প্রাক্তন অধিনায়ক শ্রী সত্যজিৎ মিত্র কে। সত্যজিৎ মিত্র চিকিৎসার কারণে দেশের বাইরে থাকায় তার হয়ে সম্মাননা গ্রহণ করেন প্রাক্তন খেলোয়াড় অশোক চন্দ, তার হাতে সম্মাননা তুলে দেন আই.এফ.এ. সেক্রেটারি অনির্বাণ দত্ত ও সাধারণ সচিব রূপক সাহা ।

ব্যোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মানে সম্মানিত’ করা হলো প্রাক্তন অধিনায়ক শ্রী মিহির বসু কে, তাকে সম্মাননা প্রদান করেন আই.এফ.এ. সেক্রেটারি অনির্বাণ দত্ত, প্রেসিডেন্ট মুরারি লাল লোহিয়া ও প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার ।

বনোয়ারীলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা ফুটবলার’ সম্মানে সম্মানিত করা হলো শ্রী সৌভিক চক্রবর্তীকে, তাকে সম্মাননা তুলে দিলেন ইমামি গ্রুপের ডিরেক্টর সন্দীপ আগরওয়াল, প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, ক্লাবের ফুটবল সচিব সৈকত গাঙ্গুলী ও জয়ন্ত চক্রবর্তী ।

বনোয়ারীলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা মহিলা ফুটবলার’ সম্মানে সম্মানিত করা হলো শ্রীমতি সৌম্যা গুগুলথ কে, তার হাতে সম্মাননা তুলে দিলেন সহ সভাপতি কল্যাণ মজুমদার ও সাধারণ সচিব রূপক সাহা।

জীবন চক্রবর্তী মেমোরিয়াল ‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের’ সম্মানে সম্মানিত করা হলো শ্রী পি. ভি. বিষ্ণু কে, তাকে সম্মাননা প্রদান করেন ইমামি গ্রুপের ডিরেক্টর সন্দীপ আগরওয়াল ও দেবব্রত সরকার।

ইস্টবেঙ্গল ক্লাবের সিনিয়র ফুটবল টিমকে ও  এদিনের অনুস্ঠান মঞ্চে সম্মানিত করা হয়।

যাদেরকে সম্মানিত করা হলো, তাদের প্রত্যেকের উপর নির্মিত ভিডিও মঞ্চে প্রদর্শিত হয়।

সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য ।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.