নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৪ মার্চ, ২০২৫। শনিবার ২২ শে মার্চ ২০২৫, ইস্টবেঙ্গল ক্লাবের নব রূপকার দীপক (পল্টু) দাসের ২৪ তম প্রয়াণ বার্ষিকীতে সকালে ক্লাব তাঁবুতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, প্রশান্ত ব্যানার্জি, বিকাশ পাঁজি, অনিত ঘোষ, সাধারণ সচিব রূপক সাহা, কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার এবং কর্মসমিতির অন্যান্য সদস্যগণ।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দুপুর ১ টা থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নব রূপকার দীপক (পল্টু) দাসের ২৪ তম প্রয়াণ বার্ষিকীতে তাঁর আদর্শকে সামনে রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের “দীপক জ্যোতি” সম্মানে সম্মানিত করলো ইস্টবেঙ্গল ক্লাব।
অনুষ্ঠানের প্রারম্ভে দীপক (পল্টু) দাসের উপর নির্মিত একটি ভিডিও প্রদর্শিত হয়।
এরপর সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী শম্পা কুন্ডু । তাকে সম্মাননা প্রদান করেন রজত গুহ ।
ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া তার বক্তব্যের মধ্যে দিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
জোনাল রাউন্ডে বিজয়ী হয়ে ন্যাশনাল রাউন্ডে খেলতে যাওয়ার পূর্বে ইস্টবেঙ্গল ক্লাবের অনুর্দ্ধ ১৩ ও অনুর্দ্ধ ১৫ টিমের খেলোয়াড় ও প্রশিক্ষকদের উৎসাহ প্রদান ও সংবর্ধিত করা হয়।
প্রখ্যাত ফুটবল প্রশিক্ষক রঘু নন্দীকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেন প্রাক্তন খেলোয়াড় রঞ্জিত মুখার্জি ও অলোক মুখার্জী।
প্রখ্যাত ক্রিকেট প্রশিক্ষক প্রণব কুমার নন্দীকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সম্বরণ ব্যানার্জি ও রণদেব বসু ।
বরিষ্ঠ আইনজীবী অনিন্দ মিত্রকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেন সভাপতি মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি এডভোকেট অজয় কৃষ্ণ চ্যাটার্জি ও এডভোকেট বিকাশ দত্ত ।
বিশিষ্ট সমাজসেবী কমল কুমার দুগ্গারকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেন ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি ও কর্মসমিতির সদস্য সুমন দাসগুপ্ত ।
মাননীয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে সম্মানিত করেন সাধারণ সম্পাদক রূপক সাহা ।
দেশের রূপায়ণে কর্মশীল উদ্যোগী শিল্পপতি মায়াঙ্ক জালানকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেন মাননীয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার ।
প্রাক্তন খেলোয়াড় বাইচুং ভুটিয়াকে সংবর্ধিত করেন সাধারণ সম্পাদক রূপক সাহা ।
স্বনামধন্য চিকিৎসক ড: শিবাজি বসুকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেন সহ সচিব ডাঃ শান্তিরঞ্জন দাসগুপ্ত ও প্রাক্তন খেলোয়াড় বাইচুং ভুটিয়া ।
বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অভিনেত্রী, পদ্মশ্রী সম্মানে সম্মানিত মমতা শঙ্করকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেন সভাপতি মুরারীলাল লোহিয়া, বাইচুং ভুটিয়া ও টেনিস সচিব ইন্দ্রনীল ঘোষ ।
বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেন সভাপতি মুরারীলাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার ও বাইচুং ভুটিয়া ।
ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক পদ্মশ্রী সম্মানে সম্মানিত আই.এম. বিজয়নকে ‘দীপক জ্যোতি’ সম্মানে সম্মানিত করেন তারই সহ খেলোয়াড় তথা ইস্টবেঙ্গল ক্লাবের নয়নের মণি বাইচুং ভুটিয়া । মঞ্চে তখন উপবিষ্ট ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড়েরা ।
আই.এম. বিজয়ন এবং বাইচুং ভুটিয়া – ক্লাবের দুই প্রখ্যাত খেলোয়াড়কে নিয়ে একটি ‘টক্ শো’ এর আয়োজন করা হয়, যার সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়া সম্পাদক গৌতম ভট্টাচার্য ।
সমস্ত গুণীজনদের সম্মানিত করার পাশাপাশি তাদের উপর নির্মিত ভিডিও মঞ্চে প্রদর্শিত করা হয় ।
সেরাম গ্রুপের প্রযোজনায় গৌতম ঘোষ পরিচালিত ‘শতবর্ষের ইস্টবেঙ্গল’ ডকুমেন্টারির ট্রেইলার প্রদর্শিত হয় । ছবিটি মুক্তিপ্রাপ্ত হতে চলেছে আগামী ২৫শে এপ্রিল, নন্দন – ১ প্রেক্ষাগৃহে, সন্ধ্যে ৬ টায় ।
বিগত কয়েকমাসে আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের খুব প্রিয় চারজন মানুষ। যাঁরা আমাদের ক্লাবের সাথে বহু বছর সম্পৃক্ত ছিলেন । তাঁরা হলেন – চন্দন সেনগুপ্ত, অলোক সাহা, অরূপ পাল এবং গৌতম মিশ্র । মঞ্চে তাঁদের পরিবারের উপস্থিতিতে এক মিনিট নীরবতা পালন করে তাদেরকে স্মরণ এবং শ্রদ্ধা জানানো হয় ।
ক্লাবের ক্রিকেট সচিব সঞ্জীব আচার্যর বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয় ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ক্রীড়া সম্পাদক গৌতম ভট্টাচার্য ।
Be First to Comment