Press "Enter" to skip to content

ইসলাম অনাড়ম্বর ধর্ম হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে বলেছে তা ঈমানের অঙ্গ……৷

Spread the love

“ঈদ মোবারক ” ( EID MUBARAK ).
—————————————————–

ডাঃ দীপালোক বন্দোপাধ্যায় : ৩ মে ২০২২। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ৷
উঠলো বাঁকা চাঁদ , মেলে দিলাম দু’হাত !
ঈদ মানে খুশীর জোয়ার , সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন ৷ সব বিভেদ দূর হয়ে সমগ্র মানব
জাতির মধ্যে এই উৎসব খুশীর বন্যা নিয়ে আসুক ৷
ঈদ মোবারক বলে ঈদুল ফিতর ও ঈদুল আজহায় পরস্পরকে শুভেচ্ছা জানানো হয় ৷ আরবী ” ঈদ” এর দু’টি অর্থ আনন্দ আর উদ্ যাপন ৷ ” মোবারক” মানে কল্যাণময় ৷ অর্থাৎ, আনন্দ উদযাপন কল্যাণময় হোক ৷ তবে, হজরত মহম্মদ তাঁর সঙ্গী (সাহাবী) দের বলতেন
” তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ” বাংলা করলে হয় আল্লাহ আমাদের বা আপনাদের তরফ থেকে কবুল করুন ৷
ঈদ- উল – ফিতর মানেই
” ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ / তুই আপনারে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ ” বেজে উঠছে প্রতিটি মহল্লায় ৷
নজরুলের আরেকটি গানও ” পথে পথে আজি হাঁকিব , বন্ধু ঈদ মোবারক , আসসালাম ” !
মুসলিম উম্মাহ্ র প্রধান দুটি উৎসবের মধ্যেও প্রধান “ঈদ উল ফিতর” ৷ ইসলামের চতুর্থ স্তম্ভ সাওম পালনের পর অর্থাৎ একমাস সারা দিন খাদ্য – পানীয় না খেয়ে রোজা পালনের পর আসে এই খুশীর পরব ৷ দীর্ঘ একমাস সিয়াম ও কিয়ামের মধ্যে দিয়ে মানুষ হয়ে ওঠে ধৈর্যশীল, সংযমী, উদার ও মানবিক ৷ মন হয় আল্লাহ্ (ঈশ্বর ) মুখী ৷ হজরত মহম্মদ তাই বলেছেন এক মাস সংযম পালনের পর রোজাদাররা হয় নিষ্পাপ শিশুর মত পবিত্র ৷ ১২ বছরের উপরের বয়সের সব মুসলমান ছেলে মেয়ের জন্য “রোজা” ফরজ ( অবশ্য পালনীয় )৷

ইসলাম অনাড়ম্বর ধর্ম হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে বলেছে তা ঈমানের অঙ্গ ৷
রোজা শেষে রোজ সন্ধ্যায় “ইফতারের” মধ্যে দিয়ে খাবার খেতে হয় ৷ শেষ খাওয়া “সেহরী ” হয় শেষ রাতে৷ ঈদের নামাজ ( সালাত) হয় খোলা জায়গায় ” ঈদগায়”৷ প্রতিটা পুরুষ জাতি, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে এক কাতারে দু’ রাকাত ওয়াজিব নামাজ পড়ে ” ঈদ ” পালন করে ৷ এক মাস রোজা রাখার কঠোর সাধনায় সফল হয়ে খাবারে ও পোশাকে সমৃদ্ধির প্রকাশ করে ঈদের দিন৷ গরিব মানুষদের জাকাত (সাদাকাতুল ফিত্ র) দেয়৷ পানাহারের সবকিছু আল্লার দান৷ রোজা সেই বোধ এনে দেয়৷ শরীর , মন , জ্ঞান , বুদ্ধি ও বিবেকের উপর রোজায় সংযম সাধিত হয় ৷ পয়লা শাওয়াল ঈদের দিন মানুষ আল্লার মেহমান৷ এই দিনে তাই সবাইকে আপ্যায়ন ও দাওয়াত দেওয়া হয় ৷ আবার একসাথে নামাজ পড়ে ও কুশল বিনিময় করায় সেটা হয় মানবতার জয়গান, মানুষে মানুষে সৌর্হাদ্য ও সংহতির প্রকাশ ৷ আবার ঈদের নামাজের সময় তাকবীরে আল্লাহু আকবর বলে কান পর্যন্ত হাত তুলে স্রষ্টার প্রতি আত্মসর্মাপন করা হয় ৷ এই দিন সবার গায়ে থাকে “খুশবু ” ৷ বু মানে গন্ধ আর খুশ যা আনন্দিত করে যে গন্ধ তাই “খুশবু” ৷ এদিন সবাই “বাবু” ৷ “বু” সুগন্ধের সঙ্গে থাকে যে “বা” সেই তো “বাবু” ৷ নামাজের আজান শুধু শোনার নয় ৷ অপূর্ব মধুর সে আওয়াজ ৷ নামাজ দেখারও ৷ তার জনবিন্যাস ও মানববন্ধন ঐক্যলালিত সৌন্দর্যের তরঙ্গ ৷ মহম্মদের প্রিয় দুটি জিনিস – নামাজ,  ও সুগন্ধ ৷ “ওহি ” মানে প্রত্যাদেশ ,  “এলহাম ” মানে অনুভূতি ৷ ওহি রসুল মহম্মদের মাধ্যমে প্রকাশিত প্রত্যাদেশ ৷ আর এলহাম ধ্যানীর ধ্যানে প্রকটিত অনুভূতি ৷ আল্লার বাণী হজরতের কাছে যিনি বয়ে আনতেন সেই জিব্রাইল ফেরেস্তার অস্তিত ছিল লাল গোলাপের সুঘ্রাণ ৷ ইসলাম অনাড়ম্বর ধর্ম হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়ে বলেছে তা ঈমানের অঙ্গ ৷ খালিগায়ে নামাজ পাঠ কে বলেছে “মকরুহ” ৷ যা অনুচিত ৷ তাই নতুন বা পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঈদের নামাজে সবাই অংশ নেবে ৷ নিউজ স্টারডম এর পক্ষ থেকে বিশ্বের সমস্ত পাঠক ও  মুসলিম বন্ধুদের জানাই “ঈদ মোবারক”।

More from CultureMore posts in Culture »
More from GeneralMore posts in General »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.