বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১ সেপ্টেম্বর ২০২২। গণপতির আরাধনায় মেতেছে সারা দেশ। কলকাতাও কিন্তু কোনো ভাবে পিছিয়ে নেই। দিকে দিকে হচ্ছে গণেশ পুজোর আয়োজন। সিদ্ধিদাতা গণেশের কাছে সবাই নিজের মনোবাঞ্ছা কামনা করছেন।
উত্তর থেকে দক্ষিণ , কলকাতার নানা জায়গায় চলছে গণেশ পূজা। তেমনি উত্তর কলকাতার ইয়ং বয়েজ জুনিয়ার ক্লাবের (২৪১/২সি এ.পি.সি রোড) পক্ষ থেকে গণেশ পূজার আয়োজন করা হয়েছিল তারই শুভ উদ্বোধন হয়ে গেল গতকাল বুধবার।
উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সী, স্মিতা বক্সী, কলকাতা পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, অসীম ধর, শুভজিৎ মিত্র, শিউলি গোমস, খোকন চক্রবর্তী, অ্যাগনেস সোনিয়া রামানি, অ্যান্ড্রেয়া সোনম রামানী , স্বস্তিকা রায় প্রমুখ।
গণপতির আরাধনার সাথে সাথে ইয়ং বয়েজ জুনিয়র ক্লাব বৃদ্ধ মহিলাদের শাড়ি এবং এলাকার শিশুদের পড়াশোনার সামগ্রী বিতরণ করে। শুধুমাত্র পুজো কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে নয় তারা সারা বছর ধরেই যুক্ত থাকে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যকলাপে।
Be First to Comment