Press "Enter" to skip to content

ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১১ মার্চ, ২০২৫। আগামী ২২ ও ২৩ শে মার্চ কলকাতা শহরের বুকে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব প্রযোজনা “বোরোলিন তোমাকে দেখব বলে”। অনুষ্ঠানটি হবে নজরুল মঞ্চে সন্ধ্যে ৬ টা থেকে। এটি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে পাশ্চাত্য অপেরার আদলে – নাচে, গানে, অভিনয়ে ভরপুর করে। ইমন নিজেই নিজের গান গাইছেন আবার অভিনয়ও করছেন। এই অপেরাধর্মী মিউজিক্যালটি সাজানো হয়েছে ইমনকে ঘিরে চারজন বন্ধুর বন্ধুত্বের উদযাপন দিয়ে। ইমন নিজেও এই গল্পের একটি চরিত্র, তিনিই গল্পের ক্যাটালিস্ট। চরিত্ররা কখনও কোরাসের হারমোনি গাইছেন, আবার চোখের পলকে তারাই জীবন্ত চরিত্র হয়ে অভিনয় করছেন। মিউজিক ডিজাইন থেকে সেট ডিজাইন – সবকিছু জুড়ে মঞ্চে একের পর এক ম্যাজিক তৈরি করা হয়েছে। সম্পূর্ণ প্রযোজনাটির পরিচালনায় রয়েছেন শ্রী নীলাঞ্জন ঘোষ। চিত্রনাট্য লিখেছেন আকাশ চক্রবর্তী। ইমন সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীরাই প্রধান কলাকুশলী। বিশিষ্ট নৃত্যশিল্পীদের মাধ্যমে নৃত্যের অপূর্ব প্রয়োগও আছে। মুম্বই থেকে আগত সম্প্রীতি ঘটক অভিনয়নির্মাণ করেছেন। বিশেষ চরিত্রে এসেছেন অরুণাভ খাসনবিস। ইমন-এর ব্যান্ড টিম টুগেদারনেস এর মিউজিশিয়ানরাই সঙ্গী হয়েছেন।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »
More from MusicMore posts in Music »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.