গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ ই আগস্ট, ২০২১। গত ১৪ আগস্ট ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রায় পরিবারের সহায়তায় বিশিষ্ট প্রয়াত সাংবাদিক রনি রায়ের স্মরণে স্বেচ্ছা রক্তদান শিবির ও চোখ ধাঁধানো আলোকচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হলো।
এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। কুণালবাবু বিশিষ্ট সাংবাদিক রনি রায় সম্বন্ধে অনেক অজানা কথা উপস্থিত সকলের সাথে ভাগ করে নেন এবং বলেন রনি মানুষের জন্য সব সময় পাশে থাকতেন।
কুণালবাবু আরো বলেন রনিকে নিয়ে বিগত দিনে আরও অনেক কিছু করার কথা আর সব কাজেই উনি রায় পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সর্বশেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন বেঙ্গল অলিম্পিক ফেডারেশনের মাননীয় বাবুন ব্যানার্জি।
তিনি ভবিষ্যতে রনিকে নিয়ে অনেক কিছু নতুন পরিকল্পনা করেন এবং বলেন সব সময় সব কাজের মধ্যে উনি রায় পরিবারের সাথে এবং পাশে থাকবেন। তার প্রধান কারণ রায় পরিবারকে উনি নিজের পরিবার বলেই মনে করেন।
এই স্মরণ সভার অনুষ্ঠানে অন্যান্য যে সকল বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা হলেন উত্তর কলকাতার ছাত্রপরিষদের অনিন্দ্য রাউৎ, তৃণমূল নেতা সঞ্জয় বক্সী, নেত্রী স্মিতা বক্সী, ছাত্রনেতা জয় বক্সী,
চিনু হাজরা, স্বপ্না দাস ,অনিন্দ্য চাটার্জী, প্রবন্ধ রায় , পিয়াল চৌধুরী, কংগ্রেস নেতা মাননীয় শুভঙ্কর সরকার, বিশিষ্ট ফুটবল প্লেয়ার হোসেন মুস্তাফি,
ফুটবলার রহিম নবি, এক সময়কার বিশিষ্ট ইন্ডিয়ান টিমের গোলকিপার নাসির আহমেদ, ফুটবলার সঞ্জয় মাঝি, বিখ্যাত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া এছাড়া উপস্থিত ছিলেন অরোরা স্টুডিওর কর্ণধার অঞ্জন বোস, বিশিষ্ট চিত্রাভিনেত্রী, পরিচালক ও প্রযোজক শিউলি রমানি গোমস, শিল্পী সংগঠনের সেক্রেটারি মাননীয় সাধন বাগচী, বিশ্বরূপ দে,
ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়, থার্ডআইয়ের অতনু পাল, বিসম্বর বসু, অঙ্কিত দাস, ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব এর প্রতিনিধি সঞ্জয় হাজরা, এবং কলকাতা প্রেসক্লাব এর প্রতিনিধি মাননীয় নিতাই মালাকার,অরিজিৎ দত্ত। রাজ্যে রক্ত সংকটের মাথায় রেখে সান্ধ্যকালীন রক্তদান শিবিরে সর্বমোট ৫২ জন রক্ত দিয়েছেন তাদের মধ্যে ১৩জন মহিলা রক্তদাতা ছিলেন।
সমগ্ৰ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো সূর্য সেন স্ট্রিটের অরোরা সমাজ ভবনে এবং করোনা অতিমারী বিধি মেনে।
Be First to Comment