গোপাল দেবনাথ: কলকাতা,১৫ই জানুয়ারি ২০২০ আয়কর নাম সম্বন্ধে আমরা সকলেই জানি। আয় বা রোজগার করলে আমাদের সরকার কে ট্যাক্স বা কর দিতে হয়, কিন্তু এই কাজ যে সকল অফিসাররা করে থাকেন তাদের কাজ সম্বন্ধে আমাদের কোন ধ্যান ধারণা নেই। আগে যে পরিমান জনগণ আর্থিকবর্ষে যে পরিমান রিটার্ন জমা পড়ত আজকের দিনে রিটার্ন জমার পরিমান বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, কিন্তু কাজের পরিমান ও কাজের চাপ বাড়লেও কর্মচারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। কয়েক বছর আগেও যেখানে অগ্রিম ট্যাক্স বা টিডিএস রিফান্ড পেতে বছর গড়িয়ে যেত, এখন সেই কাজ অতি দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। সাধারণ মানুষ দ্রুত তার নিজের অর্থ ফেরত পাচ্ছেন। এই কাজ যে সমস্ত অফিসাররা দিনরাত পরিশ্রম করে মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন তাদের কথা কেন্দ্রীয় সরকার ভেবে দেখার সময় পাচ্ছেন না। কাজ অনেক কিন্ত নেই সঠিক পরিকাঠামো, নেই যথাযথ কর্মী। ছুটির দিনে মিলছেনা পাওনা ছুটিও। একজনকে দিয়ে করানো হচ্ছে ৪০০ জনের কাজ। আজ বুধবার আয়কর ভবনে সাংবাদিক সন্মেলনের মাধ্যমে এরকমই নানান অভিযোগ তুললেন ইনকামট্যাক্স গেজেটেড অফিসারস এসোসিয়েশন।
সরকারের কাছে কর্মী নিয়োগে সহ সঠিক পরিকাঠামো দেওয়ার আবেদন জানালেন ইনকামট্যাক্স গেজেটেড অফিসারস এসোসিয়েশনর সদস্যরা। ইনকামট্যাক্স গেজেটেড অফিসারস এসোসিয়েশনর প্রেসিডেন্ট সুদীপ্ত গুহর কথায়, ‘আমাদেরকে সঠিক সময়ে কাজের জন্য জোর দেওয়া হচ্ছে কিন্তু উপযুক্ত ম্যান পাওয়ার নেই। কাজ যে করবো কিভাবে করবো, সঠিক ইনফ্রাস্ট্রাকচারই নেই। আমাদের অফিসারদের প্রাপ্য পদোন্নতি হচ্ছে না অথচ তরুণ অফিসারদের দ্রুত পদোন্নতি হচ্ছে। গত আর্থিক বর্ষে সাড়ে ছয় কোটি রিটার্ন ফাইল জমা হয়েছে।আশাকরা যাচ্ছে এই বর্তমান আর্থিক বর্ষে এই রিটার্ন ফাইল এর পরিমাণ দশকোটিতে পৌঁছে যাবে। এই বিপুল পরিমাণ কাজ একই পরিমান কর্মচারী ও অফিসার দিয়ে কি করে সম্ভব হবে!আমাদের তো তাও ভালো দিল্লিতে চেয়ার টেবিলই নেই কম্পিউটারতো দূরের কথা। একটা মানুষ ১০০ জনের কাজ করতে পারে ৪০০ জনের নয়। অথচ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আদেশ সব কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে। কিন্তু বেশি তাড়াহুড়ো করতে গেলে ভুল ভ্রান্তি অসম্ভব নয়। আগামী ১৬ই জানুয়ারি থেকে ১৮ই জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ৪৫তম সর্ব ভারতীয় সাধারণ বার্ষিক অনুষ্ঠান। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি গোপাল সিং রাঘব,(ITGOA) সেক্রেটারি জেনারেল রূপক সরকার ( ITEF) ও সায়ন্তন ব্যানার্জী, সম্পাদক (ITGOA, W.B.UNIT)
ইনকামট্যাক্স গেজেটেড অফিসার্স এসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment