জন্মদিনে স্মরণঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
বাবলু ভট্টাচার্য : আহমেদ ইমতিয়াজ বুলবুল বহু কালজয়ী গানের রচয়িতা, সুরকার ও সঙ্গীত পরিচালক।
‘৭০ দশকের শেষ লগ্ন থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প বা ঢালিউডসহ সঙ্গীত শিল্পে সক্রিয় ছিলেন তিনি।
১৯৭৮ সালে ‘মেঘ বিজলি বাদল’ ছবিতে সঙ্গীত পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন।
তিনি স্বাধীনভাবে গানের অ্যালবাম তৈরি করেছেন এবং অসংখ্য ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন।
সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদি, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, খালিদ হাসান মিলু, আগুন, কনক চাঁপা-সহ বাংলাদেশী প্রায় সকল জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের নিয়ে কাজ করেছেন তিনি।
তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার-সহ অন্যান্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
২০১৯ সালের ২২ জানুয়ারি ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ১৯৫৭ সালের আজকের দিনে (৩১ ডিসেম্বর) ঢাকায় জন্মগ্রহণ করেন।
Be First to Comment