Press "Enter" to skip to content

আসানসোলে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে ভবঘুরেদের নিয়ে দোল উৎসব উদযাপন…….।

Spread the love

আকাশ আমায় ভরল আলোয়
আকাশ আমি ভরবো গানে
সুরের আবির হানব হওয়ায়
নাচের আবির হওয়ায় হানে
ওরে পলাশ ওরে পলাশ
রাঙ্গা রঙ্গের শিখায় শিখায়।

গোপাল দেবনাথ : আসানসোল : ২৮, মার্চ ২০২১। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সারা বছর ধরে নানান ধরণের সেবামূলক কর্মকান্ড করে থাকে।সেই সাথে আজকের উদ্যোগ সম্পূর্ণ ভাবে আলাদা। এই বসন্ত উৎসব প্রসঙ্গে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী বলেন, আজ ভবঘুরেদের সঙ্গে নিয়ে পলাশের রং এ  আমরা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সদস্য ও সদস্যরা রঙ্গিন হয়ে উঠেছিলাম।

আজকের দিনে আমরা প্রাকৃতিক (হার্বাল) রং এ  সবাই কে রাঙ্গিয়ে তুলেছিলাম। রাস্তার অবহেলিত শিশুরা আজ আনন্দে মেতে উঠেছিল তাদের চোখে ছিলো খুশির ফুলঝুরি। এই সব শিশুরা কোনদিন ভাবতেই পারে নি যে কেউ তাদের এভাবে আপন করে নিয়ে এই দোলের দিনে রাঙ্গিয়ে তুলবে।

তাদের বাঁধ ভাঙ্গা আনন্দ দেখে খুশিতে চোখে জল এসে গিয়েছিল উপস্থিত সকলের। প্রাকিতিক রং এর সাথে ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম। শিশুদের খুশি করার জন্য সাথে ছিলো বিস্কুট, মিষ্টি ও চকোলেট।

প্রায় দুইশত ২০০জন ছেলেমেয়েদের মধ্যে বিতরণ করা হলো।

কবির কথায় ও গানে গেয়ে উঠতে ইচ্ছে করে–
ওরে গৃহ বাসি খোল দ্বার খোল
লাগলো যে দোল
স্থলে জলে বনতলে
লাগলো যে দোল
আজ আকাশ প্রাকিতিক রঙ্গের ছোয়ায় রঙ্গিন হয়ে উঠেছিল
অবশেষে আবার কবির গানেই ফিরি
রাঙ্গিয়ে দিয়ে যাও যাও
যাও গো এবার যাবার আগে

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *