গোপাল দেবনাথ : ৭, জানুয়ারি, ২০২১। করোনা অতিমারী ও সাধারণ সময়ে সর্বভারতীয়স্তরে যে সকল সমাজসেবী সংস্থা সাধারণ মানুষের বিপদের দিনে পাশে এসে দাঁড়ায় তাদের মধ্যে অন্যতম সমাজসেবী ডঃ বুম্বা মুখার্জী প্রতিষ্ঠিত সংস্থা ‘অল ইন্ডিয়া হিউম্যান রাইটস’।

এই মানব দরদী সংস্থা সারা দেশ জুড়ে মানুষের অধিকার রক্ষা করে মানব সেবার কাজ করে চলেছে। সারা বছর ধরে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সক্রিয় সদস্যরা সংস্থার সর্বভারতীয় চেয়ারম্যান ডঃ বুম্বা মুখার্জী র অনুপ্রেরণায় সেবার কাজ নিরলস ভাবে দেশজুড়ে চালিয়ে যাচ্ছে।

এ আই এইচ আর আসানসোলে দরিদ্র ও নিরন্ন মানুষের জন্য দীর্ঘ বছর ধরে তাদের মুখে অন্ন জুগিয়ে চলেছে ফুড ব্যাংকের মাধ্যমে। এমন কি করোনা অতিমারীর সময়েও একদিনের জন্য এই ফুডব্যাংক বন্ধ হয়নি।

এই সংগঠন অন্নের সাথে সাথে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রোগীর প্রয়োজন অনুসারে ওষুধ বিতরণ করে বলে জানালেন ডঃ বুম্বা মুখার্জী।

গত বুধবার আসানসোলের এস বি গড়াই রোডের পাশে ষষ্ঠীনারায়ণ গড়াই স্মৃতি ভবনে প্রায় ৩০০ জন দুঃস্থ মানুষের হাতে খাবারের প্যাকেট ও শীতের প্রকোপ থেকে বাঁচাতে কম্বল তুলে দিলেন বুম্বা মুখার্জী সহ বিশিষ্টজন। এই কর্মযজ্ঞ প্রত্যক্ষ করতে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া।


Be First to Comment