সৃঞ্চিনী পোদ্দার, কলকাতা: ১৪ ডিসেম্বর ২০২২। আগামী বাংলা বছরের শুরুতে মুক্তি পেতে চলেছে কলকাতা ফিল্মস প্রযোজিত রাঙামাটির উপাখ্যান নামে বাংলা চলচ্চিত্রটি। অরিজিৎ দে পরিচালিত এই বাংলা ছবি জুড়ে থাকছে গ্রাম বাংলার প্রেক্ষাপট। এদিন কলকাতার এক হলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো ছবির পোস্টার। কলকাতা ফিল্মস প্রযোজিত রাঙামাটির উপাখ্যান নামে এই বাংলা চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছেন স্নেহাশীষ ব্যানার্জি।
এই ছবি জুড়ে থাকছে পুরনো দিনের হারিয়ে যাওয়া অনেক ইতিকথা। প্রত্যন্ত গ্রামের এক ছেলের বাঁশি বাজিয়ে জীবন যাপন করার এক করুন কাহিনী নিয়ে তৈরি হয়েছে রাঙামাটির উপাখ্যান। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শুভদীপ চক্রবর্তী, বিপাশা সাহা, দেবিকা মুখার্জি, অরুণ কুমার দে, দেবাশীষ গাঙ্গুলি, ডঃ পি সি সরকার (জুনিয়র), বিপ্লব চ্যাটার্জি, নবনীতা চ্যাটার্জি, জয়দেব পারিয়াল, অভীক ভট্টাচার্য্য, সফিকুল ইসলাম, এস কে মিরাজ, জাহিদ আলম। এছাড়াও এই ছবিতে বহু অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় করছেন। এইদিন কলকাতা ফিল্মস প্রযোজিত রাঙামাটির উপাখ্যান নামে এই বাংলা চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ছবির সকল তারকারা। দ্রুত এই ছবির শ্যুটিং শুরু হতে চলেছে । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছবির পরিচালক অরিজিৎ দে জানান, এই ছবির শ্যুটিং রাজ্যের বিভিন্ন গ্রামীন এলাকায় হবে। ছবিতে তুলে ধরা হবে প্রত্যন্ত গ্রামের কাহিনী। অকপটকে।
Be First to Comment