নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১ অক্টোবর, ২০২২। গোটা বাংলা মেতে উঠেছে দেবী দুর্গার আরাধনায়। পথে পথে মানুষের ঢল। আলোর রোশনাই। এই উৎসবে সামিল টিভি নাইন বাংলা। উৎসব উদযাপন শুরু হয়েছে মহালয়ার দিন থেকেই—এক অন্য আগমনীর ছোঁয়ায়। আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান ‘মহিষাসুরমর্দ্দিনী’-র তন প্রাণপুরুষ—বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, বাণীকুমার ও পঙ্কজ মল্লিক এবং বাংলার আরও চার কৃতি—সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, শাঁওলি মিত্র ও গৌরকিশোর ঘোষের প্রতি নিবেদিত ছিল আমাদের বিশেষ অনুষ্ঠান ‘আছ অন্তরে’। এইসব জানাগেল টিভি ৯ এর এক আধিকারিকের কাছ থেকে। সেই অনুষ্ঠানই ফিরে দেখা গেল আজ শনিবার, ষষ্ঠীর দিন দুপুর দু’টোয়।
পুজো মানে বাঙালির ঘরে ফেরা। পুজো মানে চুটিয়ে আড্ডা। বছরভর কাজের চাপে মরচে পড়া বন্ধুত্ব আবার নতুন করে ঝালিয়ে নেওয়া।
পুজোর দিনগুলিতে টিভি নাইন বাংলাও আড্ডায় ভরপুর। চার দিনে পাঁচ বার বসবে আড্ডার আসর। আগামীকাল ২ অক্টোবর, রবিবার সপ্তমীর দিন দুপুর দুটোয় আড্ডা জমাবে দোহার। পরের দিন, সোমবার অষ্টমীর সকালে সাড়ে আটটার সময় শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় ‘দু’জনে মুখোমুখি’। সেদিনই দুপুর দুটোর আড্ডায় থাকবেন গৌতম হালদার সঙ্গে তাঁর দল নয়ে নাটুয়া। নবমীর দিন দুপুরে একই সময়ে আড্ডা হবে ক্যাকটাসের সঙ্গে।
দশমীর দুপুরে গানে-গল্পে আড্ডা জমাবেন অভিজিৎ বসু ও সহশিল্পীরা।
বিজয়া দশমীর দিন সন্ধ্যায় আমাদের আড্ডা মিলেমিশে যাবে গঙ্গার ঘাটে ভাসানের সঙ্গে। সঙ্গে থাকবে ‘চন্দ্রবিন্দু’।
Be First to Comment