Press "Enter" to skip to content

আলোয় আলোকিত ইস্টবেঙ্গল….।

Spread the love

*এএফসি চ্যালেঞ্জ লিগে শেষ আটে লাল হলুদ ব্রিগেড*
শিখা দেব : ভুটান, ১ নভেম্বর, ২০২৪। অবিশ্বাস্য জয়। অভাবনীয় জয়ের সাক্ষী হয়ে রইল ইস্টবেঙ্গল। ভুটানের মাঠে ইস্টবেঙ্গল ৩-২ গোলে লেবাননের নেজমেহ এসিসি কে উড়িয়ে দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের শেষ আটে পৌঁছে গেল।আই এস এল ফুটবলে টানা ছ’টি ম্যাচ হারের পরে লাল হলুদ শিবিরের অন্ধকার নেমে আসে। তারপরে নতুন কোচ অস্কার ব্রুজো দায়িত্ব নেওয়ায় দলের চেহারা বদলে যায়।
তারই ছবি দেখতে পাওয়া গেল শুক্রবার ভুটানের মাঠে। খেলার শুরু থেকেই আক্রমণ ঝাঁপিয়ে পড়ে লাল হলুদ ব্রিগেড। খেলার আট মিনিটে তালালেন কর্নার থেকে উড়ে আসা বল বাঁচাতে গিয়ে নেজমেহ দলের মুসাহ হেডে নিজেদের গোলে তা জড়িয়ে দেন। আত্মঘাতী গোলে এগিয়ে যাবার পরে ইস্টবেঙ্গলকে ২-০ গোলের ব্যবধান বাড়িয়ে দেন দিয়ামানতাকোস। তবে বিরতির আগে খেলায় সমতা ফিরিয়ে আনেন নেজমেহ দলের হয়ে ওপারে আর মুনেজ গোল করে। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল চাপ বাড়িয়ে খেলতে থাকে। বক্সের মধ্যে তালালকে ফাউল করলে রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন দিয়ামানতাকোস।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.