গোপাল দেবনাথ : কলকাতা, ১৮ এপ্রিল, ২০২৪। আয়কর ভবনের মাল্টি পারপাস হলে অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এসসি/এসটি এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর এর ১৩৩ তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান মঞ্চে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলীর শানকিজাহান গ্রামের ওল্ড দেশবন্ধু নার্সারি ও কেজি স্কুল এর পরিকাঠামোগত উন্নতি উপলক্ষে এক লক্ষ টাকার চেক তুলে দিলেন ইনকাম ট্যাক্স এর পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়ানের প্রিন্সিপাল চিফ কমিশনার মাননীয় কে এম দীক্ষিত মহাশয়।
উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাননীয় গৌতম মন্ডল, সম্পাদক মাননীয় সুদীপ মজুমদার প্রখ্যাত এভারেস্টজয়ী পর্বত আরোহী আই আর এস দেবাশীষ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সংগঠন সারা বছর ধরে নানা ধরণের সেবামূলক কাজ করে। এদিনের অনুষ্ঠানে ভারত রত্ন বাবা সাহেব ডঃ বি. আর. আম্বেদকর এর ১৩৩ তম জন্ম জয়ন্তীতে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন ডঃ দেবী চ্যাটার্জি, ডঃ মৃন্ময় প্রামানিক এবং ডঃ সুবোধ হাঁসদা।
Be First to Comment