নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা, ৬ অক্টোবর, ২০২৫। রবিবার ৫ অক্টোবর আম্বেদকর কালচারাল কলেজ এবং পিপলস এডুকেশন সোসাইটির সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরায় সাংবাদিক রত্ন সম্মানে ভূষিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক অমিত কুমার নাথ। শিল্পী রত্ন হিসাবে ভূষিত হয়েছেন বাচিকশিল্পী চন্দন লেখা পাল রিপোর্টার আকাশবাণী ত্রিপুরা , সমাজ রত্ন হিসাবে সম্মানিত হয়েছেন সুচিত্রা দাস, পত্রিকা সম্পাদক এবং সেক্রেটারি সংগঠন। সাহিত্যিক রত্ন হিসাবে ভূষিত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক এবং ত্রিপুরা বাংলা একাডেমীর সম্পাদক কৃষ্ণকুসুম পাল। শ্রেষ্ঠ সমাজ সেবক হিসাবে সম্মানিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা সম্প্রসারক,শিক্ষা সংগঠক, বিভিন্ন শিক্ষালয় এর প্রতিষ্ঠাতা মলয় পিট। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বিশ্বাস সকলকে ধন্যবাদ জানান। সহ-সভাপতি বিমল পোদ্দার অনুষ্ঠানের সাফল্য এবং সহযোগিতা কামনা করেন । এদিনের অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি আধিকারিক বরুণ বিশ্বাস। তিনি এই অনুষ্ঠানের গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন অ্যাডভোকেট অর্ঘ্যদীপ বিশ্বাস এবং ব্যাংক কর্মচারী রিংকু পোদ্দার।আম্বেদকর কালচারাল কলেজের ভাইস প্রিন্সিপাল লীলাবতী বিশ্বাস ধন্যবাদ জ্ঞাপন করেন।
আম্বেদকর কালচারাল কলেজ ও পিপলস এডুকেশন সোসাইটি ত্রিপুরায় গিয়ে বিশিষ্টদের সন্মানিত করল…।

More from CultureMore posts in Culture »
- Fem Challenges Stereotypes This Karwa Chauth with Rapper Agsy – A Celebration of Love, Freedom, and Choice……
- আদিত্য গ্রুপের নেতৃবৃন্দ ম্যানচেস্টার শরদ সম্মান লাভ করলেন – সংস্কৃতি ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন…।
- বেলুড় মঠে লক্ষ্মীপূজা হয়ে থাকে ধানের ঘটে….।
- পুজোর ঢাক (The Drum)…।
- Merlin Group Hosts 7th Edition of “Merlin Shera Pujo 2025”….
- East India’s Largest Dussehra Festival Lights Up Central Park with 60Ft Ravana Dahan and Ras Garba Night….
More from InternationalMore posts in International »
- আদিত্য গ্রুপের নেতৃবৃন্দ ম্যানচেস্টার শরদ সম্মান লাভ করলেন – সংস্কৃতি ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি পেলেন…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর চমক ভরা ধনতেরাস….।
- উত্তরবঙ্গে দুর্যোগে দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ…।
- নারী মাথা উঁচু করে হেঁটে পার হবে নির্জন সাঁকো….।
- বেলুড় মঠে লক্ষ্মীপূজা হয়ে থাকে ধানের ঘটে….।
- কোজাগরী স্তব — “হে কোজাগরী জননী লক্ষ্মী”….।
Be First to Comment