নালা। / মতিলাল পটুয়া
আমি নালা
ধিক ধিক করে জ্বলে ওঠা দ্বীপ শিখা
অনেকে ব্যঙ্গ করে তাচ্ছিল্য ভাবে হাসে,
তবু সব জ্বালা যন্ত্রনা গঞ্জনা গেঁথে রাখি
এগিয়ে চলি সম্মুখ পানে ঊর্ধ্ব আকাশে ।
আমি নালা তাই শুধু নদী হওয়ার স্বপ্ন দেখি
হৃদয়ে আঁকি হাজার সুখের কৃত্রিম বুঁদবুঁদ ,
নদী হয়ে মোহনায় মেশার আনন্দে ভাসি
মনের আঙ্গিনায় সাজায় চির রঙ্গীন নৈবুদ ।
আমি নালা আবার আমিই সমাজের মুখ
নিম্ন ও মধ্যবিত্তের চালচিত্র আমাতে ভাসে ,
এটাই আমার প্রাপ্তি এটাই আমার বড় সুখ
আমি নালা তাই উচ্চবিত্ত আমায় নিয়ে হাসে ।
আমি নালা আবার আমিই বাঁচার প্রেরণা
আমি ইন্ধন আবার আমিই অকাল বোধন ,
আমি মুশকিল আসান আবার আমিই সমাপ্তি
আমি শ্বাসনালী আবার আমিই পঞ্চ যোজন ।
আমাতে বিশ্বাস অবিশ্বাস সব মিশে আছে
আমাতে আছে রাগ অনুরাগ আছে অগ্নিবীণা
আমাতে আছে হিল্লোল কান্না হাসি সুখ দুঃখ
আমি রূপ আমি অরূপ আমি স্বরূপ আমি বিরূপ আমিই সঞ্চালনা ।
ছবি সৌজন্যে – গুগুল।
Be First to Comment