Press "Enter" to skip to content

আমি কৃষ্ণসখা সম বাজাবো মধুরবাঁশি অম্লান বদনে , তুমি যদি ফের রাধার বিরহ প্রেম লয়ে কভু অভিমানে……।

Spread the love

বিরহ / মতিলাল পটুয়া

রঙ ছড়াতে একান্তে এসেছিলে
রঙ্গীন ডালি হাতে ,
মন না সে হৃদয় প্রেমের আগুন
জিঘাংসা ভাসে চোখে ।
আমার ভাসন্ত জোয়ারে তুমি এলে
লুকোচুরি লগ্নে ,
বড্ড দেরিতে সাজালে এ প্রেমরাগ
তোমার স্বপ্নে ।

সেদিন আপন করে নিতে পারিনি
দুটি হাত বাড়িয়ে ,
একরাশ ব্যাথা নিয়ে ফিরেছিলে
অশ্রুবারি ঝরিয়ে ।
আমি আনন্দ যামে ভেসে ক্ষনকাল
হলাম পরিত্যাজ্য ,
সুখসুধা বিরহে বহমান প্রেম মালায়
ধর্ষিত সৌভাগ্য ।
পরিত্যাজ্য বেশে ফিরে এলাম যখন
তুমিও প্রেম মত্ত ,
বড্ড দেরিতে সত্য বোধে ফিরলাম
তাই অনুতপ্ত ।
আমি কৃষ্ণসখা সম বাজাবো মধুরবাঁশি
অম্লান বদনে ,
তুমি যদি ফের রাধার বিরহ প্রেম লয়ে
কভু অভিমানে ।

More from PoemMore posts in Poem »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *