Press "Enter" to skip to content

‘‘আমি আমার স্ত্রীকে দেখতে চাই৷ আমি আমার স্ত্রীকে ভালোবাসি- লুথার….।

Spread the love

স্ত্রীর প্রতি ভালোবাসা

রোদ কিংবা বৃষ্টি, অসুস্থ স্ত্রীকে দেখতে যেতে কিছুই আটকাতে পারেনি তাঁকে৷ গাড়ি নেই, গণপরিবহণ ব্যবহারের পর্যাপ্ত অর্থও নেই৷ তাই প্রতিদিন ৬ মাইল পাড়ি দিতে ভরসা দুই পা৷

নিউ ইয়র্কের লুথার ইয়ঙ্গারের এই গল্প স্থানীয় গণমাধ্যমে সবার নজর কেড়েছে৷ ৫৫ বছর ধরে ওভারলি ইয়ঙ্গারের সাথে তাঁর বিবাহিত জীবন৷ পাঁচ দশকেরও বেশি যৌথ জাবনে তাঁদের আনন্দের স্মৃতিও স্বভাবতই কম না৷

কিন্তু সেই সুখের জীবনে বাগড়া বাধায় দুরারোগ্য ব্যাধি৷ ২০০৯ সালে ওভারলির ব্রেন টিউমার ধরা পড়ে৷ তখন থেকেই হাসপাতালে তিনি৷ এই ন’বছরে স্ত্রীর চিকিৎসায় প্রায় নিঃস্ব হয়েছেন লুথার৷ আর এক বছর পরেই ১০০ বছর বয়স হবে লুথারের৷

কিন্তু বয়স, আর্থিক অনটন, আবহাওয়া, কোনো কিছুই তাঁকে স্ত্রীর কাছ থেকে দূরে রাখতে পারেনি৷ কিন্তু কেন? উত্তরে লুথার বলেন– ‘‘আমি আমার স্ত্রীকে দেখতে চাই৷ আমি আমার স্ত্রীকে ভালোবাসি৷’’

সংবাদমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর স্থানীয় হিরোতে পরিণত হয়েছেন লুথার৷ কিন্তু খ্যাতি তাঁকে তাঁর পথ থেকে সরাতে পারেনি৷ এখনও তাঁর প্রতিদিনের রুটিন একই৷

তবে জীবনে কিছুটা পরিবর্তন তো এসেছেই৷ এক তাঁর যাওয়ার পথে দাঁড়িয়ে থাকেন শত শত মানুষ, স্ত্রীর প্রতি ভালোবাসার এই নিদর্শনকে স্বাগত জানাতে৷

More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.