Press "Enter" to skip to content

আমি অনার্য, আমি শুদ্র, আমি আদিবাসী, আমি নিষাদ, আমি একলব্য!…………

Spread the love

#ভীমরাও যে সংবিধান বানিয়ে গেছেন, তাতে হয়তো আমাদের অনেকেরই বিভিন্ন আপত্তি থাকতে পারে । আমরা উচ্চবর্ণের মানুষেরা অনেকরকম অসুবিধায় পড়েছি। সামাজিক সুযোগ সুবিধা ,চাকরী – বাকরীর সকল ক্ষেত্রেই আজ এস সি, এস টি, দের বেশী সুযোগ সুবিধা দেওয়া হয়। হয়তো বা উচ্চ জাতের এই অবস্থার জন্য তাদের বহুকাল পূর্বের কোনো কর্মফল দায়ী! আমার চিন্তাধারা থেকে আমি একটি যোগসূত্র খোঁজ করার চেষ্টা করেছি।#

কর্মফল
————

শম্পা দেবনাথ : ভাগলপুর।

অনেক তো হলো, ধর্মাবতার!
আজ এই মামলার একটা সমাপ্তি হোক!
দোহাই তোমার!
দেখো চেয়ে! সেদিনের সেই বয়ঃসন্ধির বালক …
আজ আমি নেই! চুলে রূপোলি রেখার ছড়াছড়ি !

হিরণ্য – ধনু আর বিশাখার সন্তান আমি।
তার থেকেও বড় পরিচয়, আমি আদিবাসী, শুদ্র..!
এবং আমি তো কেবল শুদ্রই নই..
শুদ্রদেরও সবথেকে নীচে আমার অবস্থান..
আমি নিষাদ, আমি একলব্য!

বিশ্বাস করো, বিচারক…
কোনোভাবেই আমি মহান হতে চাইনি!
আর্য সমাজের প্রতিভূ মানুষটা শিক্ষাদানে
অস্বীকার করলেও, জেদী মনোভাব নিয়ে
নিজেই তো অনুশীলন করতাম, তাকে গুরু মেনে!
ধূর্ত শেয়ালটাকে বিশ্বাস করাই কাল হলো, জানো!
কাঁচা বয়স তো, ছলনা বুঝিনি গো!
যখন সে গুরুদক্ষিনা সরূপ,
বুড়ো আঙুলটা চেয়ে বসল ..
মুচকি হেসেছিলাম মনে মনে! নিশ্চিত ছিলাম ,
যে মূহুূর্তে কাটতে যাবো, ও আমার হাত থেকে ছুড়িটা কেড়ে নিয়ে বলবে…
আরে রোষো! করো কি!
আমি তো পরখ করছিলাম!

শ্রেষ্ঠত্বের অধিকার থেকে বঞ্চিত,
কারণ আমি নিষাদ!
অপমান, অসম্মান আমার নিত্যসঙ্গী,
কারণ আমি নিষাদ!

আমি মাথা নিচু করে পেছনের সারিতে থাকি,
কারণ আমি নিষাদ!
এবং, এবং, এবং…..
আর্য ধর্মের উচ্ছিষ্টের ভাগীদার আমি,
কারণ আমি অনার্য, আমি শুদ্র, আমি আদিবাসী,
আমি নিষাদ, আমি একলব্য!
ছোঃ!
আজও আমার রক্ত ঝরে!
হয়তো বা শরীরের সেই আঘাতকে,
আমিই খুচিয়ে, বাঁচিয়ে রেখেছি!
কিন্তু উঃ! আর চলবে না!
একটা বিহিত, কিছু একটা বিহিত
তোমাকে আজ করতেই হবে!
নাহলে, তোমার কর্মফল থেকে তোমারও
নিস্তার নেই, বিচারক – ঈশ্বর!

টানা কথা বলে, একলব্য হাঁফায়!
বিচারক চোখ বুঁজে মনের অতলে ডুব দেন।
কি যেন দেখার চেষ্টা করেন, আর তারপর…
সর্বশক্তি একত্র করেন!
“প্রিয়, একলব্য! …..তোমার প্রতি অন্যায় হয়েছে!
আমি মর্মাহত!
কিন্তু তোমার পরবর্তী রক্তবিন্দু
মাটিকে ছোঁয়ার মূহুূর্তে জন্মের বীজ বপন হবে এমন একজন মানুষের,
যার কলমের এক খোঁচায়…
অনার্য, শুদ্র, আদিবাসী
এবং
সকল পিছিয়ে থাকা মানুষ ন্যায়ের অধিকারী হবে!
ভারতের সংবিধান লেখা হবে তারই কলমে,
তার মতো করে!”

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *