Press "Enter" to skip to content

আফগান – তালিবান সংঘর্ষে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিকের দেহ সমাহিত করা হলো…..। 

Spread the love

মোল্লা জসিমউদ্দিন / গোপাল দেবনাথ : ১৯ জুলাই, ২০২১। আফগান তালিবান সংঘর্ষে নিহত পুলিৎজার জয়ী ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। গত বৃহস্পতিবার আফগানিস্তানের স্পিন বোলডাক জেলায় আফগান সেনাবাহিনীর সাথে তালিবানদের রক্তক্ষয়ী  সংঘর্ষের মধ্যে পড়ে গুরতর জখম হয়েছিলেন। শুক্রবার সকালে আফগান সেনাবাহিনীর শিবিরে মারা যান তিনি। এই মুহূর্তে আফগানিস্তানের মধ্যে আফগান সেনাবাহিনীর সাথে তালিবানদের যুদ্ধ চলছে।ইতিমধ্যেই ৩৪ টি প্রদেশের মধ্যে ৪৬০ টি জেলার মধ্যে ২০০ টি জেলা দখল করে নিয়েছে তালিবানরা।রক্তক্ষয়ী যুদ্ধের ছবি তুলতে কয়েক দিন আগে মুম্বাই থেকে আফগানিস্তানের কান্দাহারে গিয়েছিলেন তিনি।নিহত চিত্র সাংবাদিক আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সের প্রধান চিত্রসাংবাদিক ছিলেন। নিহত সাংবাদিক ২০১০ সালে জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে সাংবাদিকতা নিয়ে পড়েছিলেন।এর ছয় বছর পর ইরাকে গিয়েছিলেন ছবি তুলতে। তারপর ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবি তুলতে যান তিনি।২০১৯-২০ সালে হংকং যান তিনি। ২০২০ সালে দিল্লির দাঙ্গার ছবি তুলেছেন।

২০১৮ সালে সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কার পুলিৎজার পেয়েছিলেন তিনি। সারা বিশ্বের সাংবাদিকগণ এবং সকল সংবাদ সংস্থা এই হত্যার তীব্র নিন্দা করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তালিবানিরা এই সাংবাদিকের মৃত্যুর দায়ভার স্বীকার করেনি। গতকাল মৃতের পিতার কাছে এই সাংবাদিকের কফিনবন্দি দেহ তুলে দেওয়া হয়েছে। গতকাল এই প্রয়াত সাংবাদিকের দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া কবর স্থানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আজ প্রেসক্লাব কলকাতায় রয়টার্স এর চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর হত্যার প্রতিবাদে মোমবাতি নিয়ে প্রতিবাদ  সভার আয়োজন করা হয়েছে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *