সায়ন দেবনাথ : কলকাতা, ১০ ডিসেম্বর, ২০২৪। ১০ তম দ্য লিজেন্ড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড অনুষ্ঠান শহর কলকাতার রোটারি সদনে মহাসমারোহে অনুষ্ঠিত হলো। এ দিনের অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন। সম্মানিত হলেন বিশিষ্ট অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সংগীতশিল্পী এবং পরিচালক অরিন্দম গাঙ্গুলী, অভিনেত্রী খেয়ালী দোস্তিদার, অভিনেতা কৌশিক ব্যানার্জি, অভিনেতা ও পরিচালক কুশল চক্রবর্তী, অভিনেত্রী দোলন রায়, অভিনেতা দেবরাজ মুখার্জি, রাজীব বোস ও অভিনেত্রী ও সমাজসেবী পাপিয়া অধিকারী।
এছাড়াও রাজনৈতিক জগতের বেশ কিছু খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়ে ছিলেন অনুষ্ঠান মঞ্চে।নেতাদের মধ্যে ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিধায়ক বুধরাই টুডু, ভারত সরকারের হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাফিজা খাতুন এবং কলকাতা পৌরসভার পৌরপিতা সজল ঘোষ। উপস্থিত ছিলেন বৈশাখী ব্যানার্জি, বৈশালী ডালমিয়া,
রোহন মিত্র। সাংবাদিক সন্ময় বন্দোপাধ্যায় এবং বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ কে এদিনের অনুষ্ঠানের মঞ্চে সম্মানিত করা হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাজ্যের প্রায়ই সমস্ত জেলা থেকেই এ আই এইচ আর এর প্রতিনিধিরা এসেছিলেন।
রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট সামাজিক কর্মী সহ নানান ধরনের এনজিওর মাধ্যমে সমাজসেবা পরিচালনা করেন এমন কিছু সংগঠন কে এই দিন সম্মানিত করা হয়। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারাও উপকৃত ছাত্ররা উপস্থিত ছিলেন দর্শকাশনে এবং সেই ইনস্টিটিউটের প্রিন্সিপালকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যেমন অ্যাসিড আক্রান্ত বেশ কিছু মহিলা এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের গণ্য মান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন বাৎসরিক অনুষ্ঠানে।
সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী উপস্থিত সাংবাদিকদের বলেন, ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রতিবছরের মত এই বছর ও আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করলাম নির্ভীঘ্নে। এই বছর আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
দশম বর্ষ আমাদের কাজ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যেখানে বিচার নেই সেখানে বিচারব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা আর সমাজের সকলের অধিকার সুরক্ষিত করা। এদিনের অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেল।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।

More from CultureMore posts in Culture »
- ঈদ মোবারক….। ঈদ মানে খুশীর জোয়ার, সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন…. ৷
- মহা সমারোহে আয়োজিত হল TV9 বাংলার দ্বিতীয় ‘নক্ষত্র সম্মান’…।
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
- স্বভূমিতে রোটারি ক্যালকাটা মহানগর আয়োজিত ‘ব্লুম অ্যান্ড ব্লেন্ড’ লাইফস্টাইল প্রদর্শনী উদ্বোধনে ঋতুপর্ণা…।
- সাহিত্য অকাদেমির ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে আয়োজিত হলো বহুভাষিক কবি সম্মেলন…।
- কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্ঘে দোল উৎসব….।
More from EntertainmentMore posts in Entertainment »
- রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘হাঙ্গামা ডট কম’….।
- ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।
- Mukoshe Manushe Khela Premieres at SSR Globe Cinemas with a Star-Studded Gathering…
- Stove Kraft Limited Honored for Excellence in Home & Decor at ET Great India Retail Awards 2025…
- BookMyShow Foundation unveils BookAChange to democratise access to music and performing arts; pledges 500 music scholarships…
- Trailer of ‘Mukhoshe Manushe Khela – Dark Mind Games’ Unveiled…..
More from InternationalMore posts in International »
- ঈদ মোবারক….। ঈদ মানে খুশীর জোয়ার, সহমর্মিতা ও সহযোগিতার অপূর্ব বন্ধন…. ৷
- রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘হাঙ্গামা ডট কম’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ফুরফুরায় ‘ধর্মযুদ্ধ’…..।
- কল্যাণীতে সংবিধান ও স্বাধীনতা আলোচনাসভা….।
- মহা সমারোহে আয়োজিত হল TV9 বাংলার দ্বিতীয় ‘নক্ষত্র সম্মান’…।
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
More from MusicMore posts in Music »
- ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ….।
- প্রেসক্লাবে বেস্ট ফ্রেন্ডস’ এর পোস্টার এবং গান প্রকাশ…।
- উদ্বোধন কার্য্যালয়ে সারদানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা….।
- ফলন ও লাভ বাড়ছে তাই রাজা পাট রোপনে উৎসাহ চাষিদের….।
More from T VMore posts in T V »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ফুরফুরায় ‘ধর্মযুদ্ধ’…..।
- মহা সমারোহে আয়োজিত হল TV9 বাংলার দ্বিতীয় ‘নক্ষত্র সম্মান’…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ যাদবপুরে যথেচ্ছাচার!’…..।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলার মাটি, জঙ্গির ঘাঁটি?…..
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদ্বেষের বাংলাদেশ’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতি র অলিম্পিক’….।
Be First to Comment