সায়ন দেবনাথ : কলকাতা, ১০ ডিসেম্বর, ২০২৪। ১০ তম দ্য লিজেন্ড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড অনুষ্ঠান শহর কলকাতার রোটারি সদনে মহাসমারোহে অনুষ্ঠিত হলো। এ দিনের অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন। সম্মানিত হলেন বিশিষ্ট অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সংগীতশিল্পী এবং পরিচালক অরিন্দম গাঙ্গুলী,
অভিনেত্রী খেয়ালী দোস্তিদার, অভিনেতা কৌশিক ব্যানার্জি, অভিনেতা ও পরিচালক কুশল চক্রবর্তী, অভিনেত্রী দোলন রায়, অভিনেতা দেবরাজ মুখার্জি, রাজীব বোস ও অভিনেত্রী ও সমাজসেবী পাপিয়া অধিকারী।
এছাড়াও রাজনৈতিক জগতের বেশ কিছু খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়ে ছিলেন অনুষ্ঠান মঞ্চে।নেতাদের মধ্যে ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিধায়ক বুধরাই টুডু, ভারত সরকারের হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাফিজা খাতুন এবং কলকাতা পৌরসভার পৌরপিতা সজল ঘোষ। উপস্থিত ছিলেন বৈশাখী ব্যানার্জি, বৈশালী ডালমিয়া,
রোহন মিত্র। সাংবাদিক সন্ময় বন্দোপাধ্যায় এবং বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ কে এদিনের অনুষ্ঠানের মঞ্চে সম্মানিত করা হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাজ্যের প্রায়ই সমস্ত জেলা থেকেই এ আই এইচ আর এর প্রতিনিধিরা এসেছিলেন।
রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট সামাজিক কর্মী সহ নানান ধরনের এনজিওর মাধ্যমে সমাজসেবা পরিচালনা করেন এমন কিছু সংগঠন কে এই দিন সম্মানিত করা হয়। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারাও উপকৃত ছাত্ররা উপস্থিত ছিলেন দর্শকাশনে এবং সেই ইনস্টিটিউটের প্রিন্সিপালকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যেমন অ্যাসিড আক্রান্ত বেশ কিছু মহিলা এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের গণ্য মান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন বাৎসরিক অনুষ্ঠানে।
সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী উপস্থিত সাংবাদিকদের বলেন, ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রতিবছরের মত এই বছর ও আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করলাম নির্ভীঘ্নে। এই বছর আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
দশম বর্ষ আমাদের কাজ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যেখানে বিচার নেই সেখানে বিচারব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা আর সমাজের সকলের অধিকার সুরক্ষিত করা। এদিনের অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেল।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।

More from CultureMore posts in Culture »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- NCSM Wins Prestigious CIMUSET Award for Science City Kolkata’s “On The Edge?” Climate Change Gallery….
- Magic, smiles and health tips light up Children’s Day celebration at Manipal Mukundapur…
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে মঞ্চস্থ হল জনপ্রিয় নাটক রবীন্দ্র জয়ন্তী….।
More from EntertainmentMore posts in Entertainment »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- কলকাতায় ইন্ডাস্ট্রি-কেন্দ্রিক প্রশিক্ষণ ও অতনু ঘোষের বিশেষ অভিনয় কর্মশালার মাধ্যমে বি আই এ-র স্কুল অফ পারফর্মিং আর্টস এর উদ্বোধন…।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- উত্তম মঞ্চে অপরাজেয় অপরাজিতা….।
- দীক্ষামঞ্জরীর রূপং দেহি, জয়ং দেহি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে , দুর্গার রূপে ডোনা গাঙ্গুলি….।
More from InternationalMore posts in International »
- ‘যুগলবন্দী একাডেমি’র চতুর্থ বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠান….।
- স্বামী প্রনবানন্দ মহারাজের আবির্ভাব বর্ষে ১৩০ নদীর পবিত্র জল দিয়ে মহাভিষেক,আনন্দে ভাসল এলাকা….।
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।
- চলছে এখন এস,আই,আর(SIR)…।
- যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।
More from MusicMore posts in Music »
- কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি….।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া : অভিষেক বসুর ছন্দযাত্রা তবলা মায়েস্ত্রো অভিষেক বসুর আমেরিকা সফর ২০২৫ — ছন্দ, অনুরণন ও সংযোগের সেতুবন্ধন…।
- পুজোর ঢাক (The Drum)…।
- যত ভাবি ভুলে যাব মন মানে না….।
More from T VMore posts in T V »
























Be First to Comment