সায়ন দেবনাথ : কলকাতা, ১০ ডিসেম্বর, ২০২৪। ১০ তম দ্য লিজেন্ড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড অনুষ্ঠান শহর কলকাতার রোটারি সদনে মহাসমারোহে অনুষ্ঠিত হলো। এ দিনের অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন। সম্মানিত হলেন বিশিষ্ট অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সংগীতশিল্পী এবং পরিচালক অরিন্দম গাঙ্গুলী, অভিনেত্রী খেয়ালী দোস্তিদার, অভিনেতা কৌশিক ব্যানার্জি, অভিনেতা ও পরিচালক কুশল চক্রবর্তী, অভিনেত্রী দোলন রায়, অভিনেতা দেবরাজ মুখার্জি, রাজীব বোস ও অভিনেত্রী ও সমাজসেবী পাপিয়া অধিকারী। এছাড়াও রাজনৈতিক জগতের বেশ কিছু খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হয়ে ছিলেন অনুষ্ঠান মঞ্চে।নেতাদের মধ্যে ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, বিধায়ক বুধরাই টুডু, ভারত সরকারের হজ কমিটির ভাইস চেয়ারপারসন মাফিজা খাতুন এবং কলকাতা পৌরসভার পৌরপিতা সজল ঘোষ। উপস্থিত ছিলেন বৈশাখী ব্যানার্জি, বৈশালী ডালমিয়া, রোহন মিত্র। সাংবাদিক সন্ময় বন্দোপাধ্যায় এবং বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ কে এদিনের অনুষ্ঠানের মঞ্চে সম্মানিত করা হয়। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রাজ্যের প্রায়ই সমস্ত জেলা থেকেই এ আই এইচ আর এর প্রতিনিধিরা এসেছিলেন। রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত বিশিষ্ট সামাজিক কর্মী সহ নানান ধরনের এনজিওর মাধ্যমে সমাজসেবা পরিচালনা করেন এমন কিছু সংগঠন কে এই দিন সম্মানিত করা হয়। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারাও উপকৃত ছাত্ররা উপস্থিত ছিলেন দর্শকাশনে এবং সেই ইনস্টিটিউটের প্রিন্সিপালকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষরা যেমন অ্যাসিড আক্রান্ত বেশ কিছু মহিলা এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের গণ্য মান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন বাৎসরিক অনুষ্ঠানে। সংগঠনের সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী উপস্থিত সাংবাদিকদের বলেন, ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রতিবছরের মত এই বছর ও আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করলাম নির্ভীঘ্নে। এই বছর আমাদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দশম বর্ষ আমাদের কাজ সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যেখানে বিচার নেই সেখানে বিচারব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা আর সমাজের সকলের অধিকার সুরক্ষিত করা। এদিনের অনুষ্ঠানে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা গেল।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
More from CultureMore posts in Culture »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- অবনীন্দ্র সভাঘরে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস এর উদ্যোগে আয়োজিত হল পুরস্কার প্রদান অনুষ্ঠান….।
More from EntertainmentMore posts in Entertainment »
- বন্ধুর চির-বিদায়ের খবরটা নিমেষে মনকে বিষন্ন করে তুললো। মনে পড়ে গেলো কত মন ভালো করা স্মৃতি। নীরবে ছুঁয়ে এলাম মুনমুন আর ভরতকে। অনেক মানুষ থাকেন যাঁরা রক্ত সম্পর্কিত না হয়েও আমার আত্মার আত্মীয়। এই দুজন সেরকম দুই বন্ধু…..।
- প্রেসক্লাবে আয়োজিত হল ১৩তম বঙ্গ গৌরব অনন্য সম্মান-২০২৪…।
- সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত হল কমল কর স্মরণে বঙ্গকমল সম্মান….।
- দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদায় বাঞ্ছারাম: মৃত্যুর চোখে জল’…..।
- ভবানীপুর ইউনাইটেড ফোরামের অভিনব প্রচেষ্টা টয় ট্রেনে চেপে ভূত বাংলোর সফর
- নিবেদিতা বিদ্যালয়ের ১২৫ তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হল গিরিশ মঞ্চে….।
More from InternationalMore posts in International »
- উত্তর কলকাতার বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনা…
- শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর “শুভ বিবাহ উৎসব”….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- এসো আমার ঘরে এসো….।
More from MusicMore posts in Music »
- দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ….।
- প্রেসক্লাবে বেস্ট ফ্রেন্ডস’ এর পোস্টার এবং গান প্রকাশ…।
- উদ্বোধন কার্য্যালয়ে সারদানন্দ প্রেক্ষাগৃহে আয়োজিত হলো স্বামী আত্মস্থানন্দ স্মারক বক্তৃতা….।
- ফলন ও লাভ বাড়ছে তাই রাজা পাট রোপনে উৎসাহ চাষিদের….।
- বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় মুজিবুর রহমানকে নিয়ে গৌরীপ্রসন্ন মজুমদার এর লেখা “শোনো একটি মুজিবরের কন্ঠ থেকে” ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে….।
- ফের ভাইরাল কাঁচা বাদাম খ্যাত শিল্পি ভুবন বাদ্যকার, রাজা পাট নিয়ে গাইলেন নতুন গান….।
More from T VMore posts in T V »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিদ্বেষের বাংলাদেশ’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘রাজনীতি র অলিম্পিক’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বাংলাদেশ: বুলেট বনাম স্লোগান’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘আমেরিকায় বন্দুকরাজ’…..।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বিপন্ন উত্তরবঙ্গ’….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘জনরোষে গণপিটুনি?’….।
Be First to Comment