গোপাল দেবনাথ : কলকাতা, ৩ ডিসেম্বর, ২০২২। মিউজিক লঞ্চ সাধারণত হোটেল রেস্তোরাঁ বা কোন হল এ হয়ে থাকে। কিন্তু এরও ব্যতিক্রম আছে সেই ব্যাতিক্রম করে দেখালেন সুদীপ্ত চন্দ। ঠিকই পড়ছেন পাহাড়ে হবে মিউজিক লঞ্চ।
আগামী ১১ ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক পর্বত দিবসে মুক্তি পাবে নতুন গান “ভোরাই”। সুদীপ্ত বলেন পরিকল্পনা আমার পাহাড়ে রাত থেকে ভোর হওয়া, দিনের নানা মুহূর্তে পাহাড়ের রূপ, পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে নতুন গান। এবারের মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল এর অন্যতম আকর্ষণ “বাংলা নতুন গান প্রকাশ” সাথে “অরিজিনাল সঙ” পরিবেশন নানা শিল্পীর। উদ্যোগে The Dreamers” .















Be First to Comment