অশোক দে : কলকাতা, ১৪ ডিসেম্বর, ২০২২। সমগ্র মানব জাতির চেতনাকে আলোকিত করতে দার্শনিক গুরু প্রভাতরঞ্জন সরকার লিখেছিলেন ৫২০১৮টি গান। এই গানের সংকলন থেকে সম্প্রতি সায়েন্স সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল ‘গ্র্যান্ড প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যাল ২০২২’। রিয়ালিটি শো-র মতো এই সঙ্গীত প্রতিযোগিতাটি ছিল বয়স ভিত্তিক। জুনিয়র-সিনিয়র মিলিয়ে পর্বটি ছিল তিনটি রাউন্ডে। বিচারকরা হলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী সেন, সনজিৎ মন্ডল এবং সত্যজিৎ জৈন।
জুনিয়র বিভাগ থেকে প্রথম হয়েছেন শ্রেষ্ঠা হালদার, দ্বিতীয়, আদিত্য দাশগুপ্ত আর তৃতীয় আদৃতা বোস। আর সিনিয়র বিভাগ থেকে পেয়েছেন শাওলি চৌধুরী, সৃজন পোড়েল ও জয়ন্তী দত্ত। বাকিরা সান্ত্বনা পুরস্কার এবং শংসাপত্র ও স্মারকও পেয়েছেন । সিনিয়রদের পুরস্কার মূল্য যথাক্রমে এক লক্ষ টাকা,৭৫০০০/- এবং ৫০০০০/-টাকা। আর জুনিয়রদের ৫০০০০/- ,৪০০০০/-এবং ৩০০০০/- টাকা। আয়োজক : প্রভাত সঙ্গীত ফেস্টিভ্যাল।
Be First to Comment