Press "Enter" to skip to content

আদিত্য অ্যাকাডেমি, দমদমে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন — ৩ কিমি নীরব পদযাত্রা, সচেতনতা আলোচনা ও নুক্কড় নাটকের মাধ্যমে বার্তা ছড়াল ছাত্রছাত্রীরা….।

Spread the love

সায়ন দেবনাথ : কলকাতা, ৭ নভেম্বর, ২০২৫। আদিত্য অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি দমদম-এর ইন্টারঅ্যাক্ট ক্লাব এক অনন্য উদ্যোগ গ্রহণ করে ২০২৫ সালের ৭ই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে এক অর্থবহ জনসচেতনতা কর্মসূচি পালন করে। স্কুলের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় ৩ কিমি নীরব পদযাত্রা, চিকিৎসকদের সচেতনতা বক্তৃতা এবং ডায়মন্ড প্লাজা মলের উন্মুক্ত লবিতে পরিবেশিত এক চিন্তাশীল পথনাটিকা।

দিনটির সূচনা হয় অষ্টম শ্রেণি থেকে শুরু করে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এক নীরব পদযাত্রার মাধ্যমে। শিক্ষার্থীরা বেগুনি ফিতা পরিধান করে ক্যান্সার জয়ীদের প্রতি সংহতি প্রকাশ করে। পদযাত্রা শেষ হয় ডায়মন্ড প্লাজা মলে—যা ছিল এই কর্মসূচির ভেন্যু পার্টনার। সেখানে শিক্ষার্থীরা এক প্রাণবন্ত নুক্কড় নাটক মঞ্চস্থ করে, যা উপস্থিত দর্শকদের মধ্যে গভীর সাড়া ফেলে, এবং ক্যান্সার সচেতনতা, সহানুভূতি ও আশার বার্তা পৌঁছে দেয়।

পরে অনুষ্ঠানে হেল্থ পার্টনার আই.এল.এস. হাসপাতালের দুই চিকিৎসক — ডা. রক্তিম ও ডা. সম্রাট — শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন। তাঁরা ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ, জীবনযাপনের সচেতনতা ও সামাজিক সহায়তার গুরুত্বের ওপর জোর দেন। তাঁদের বক্তব্য শিক্ষার্থীদের রোগটির চিকিৎসা ও মানসিক দিক সম্পর্কে গভীর উপলব্ধি দেয়। অনুষ্ঠানে আদিত্য অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র ডা. আদিত্য শ্রীমালি এবং চিকিৎসা অধ্যয়নরত শ্রেয়াও উপস্থিত থেকে আলোচনাকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এই উপলক্ষে আদিত্য অ্যাকাডেমি গ্রুপ অব স্কুলস-এর ডিরেক্টর-অ্যাকাডেমিক্স, শ্রীমতী সাবিতা সাহা বলেন —
“এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের মানবিক, সচেতন ও সামাজিক দায়িত্ববোধের প্রতিফলন। শ্রেণিকক্ষের গণ্ডির বাইরে গিয়ে শিক্ষাকে সমাজের সঙ্গে যুক্ত করার মধ্য দিয়েই আমরা এমন তরুণ নাগরিক তৈরি করি, যারা বিশ্বাস করে—সচেতনতা ও সহানুভূতিই বাস্তব পরিবর্তনের মূল চাবিকাঠি।”

এই আয়োজনটি দেখিয়ে দিল কীভাবে শিক্ষা ও সমাজসেবা একত্রে মিলে গড়ে তোলে সামাজিক প্রভাব—যে নীতির ওপর আদিত্য গ্রুপ সবসময় দৃঢ়ভাবে বিশ্বাসী।

আদিত্য গ্রুপ আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে ভেন্যু পার্টনার ডায়মন্ড প্লাজা মল-কে তাঁদের সহযোগিতার জন্য এবং হেল্থ পার্টনার আই.এল.এস. হাসপাতালকে তাঁদের অমূল্য অংশীদারিত্বের জন্য—যার মিলিত প্রচেষ্টায় এই সচেতনতা অভিযান সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

More from EducationMore posts in Education »
More from HealthMore posts in Health »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.