Press "Enter" to skip to content

আড্ডার মধ্যে হঠাৎ শমিত ভঞ্জ (বুবুর) গলা ছেড়ে গান গেয়ে ওঠা “অশ্রু নদীর সুদূর পারে ….।”

Spread the love

প্রবীর রায় : প্রযোজক, পরিচালক ও অভিনেতা। কলকাতা, ২৪ জুলাই, ২০২৪। আজকের দিনে আরেকজন বিখ্যাত অভিনেতা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন ! কিন্তু উত্তমকুমারের মৃত্যু এই দিনটাকে উত্তম স্মরণ দিবস হিসেবেই চিহ্নিত করে রেখেছে! ! হ্যা , আমি বুবু অর্থাৎ শমিত ভঞ্জর কথা বলছি ! অসম্ভব ভালো অভিনেতা, গায়ক আর সবার উপরে বিরাট মনের মানুষ ! ভালো বন্ধু ! কত দিন , কত রাত একসঙ্গে কাটিয়েছি ! বুবু , বিপ্লব , রমেন, মহুয়া , সোমা দে , একসঙ্গে আড্ডা , নাটক করা ! বেশ মনে আছে নাটক “বর্বর বাঁশী”র কথা ! বিপ্লবের পরিচালনায় ! হৈ হৈ করে গোলপার্কের “সপ্তর্ষি” হোটেলে রিহার্সল দেওয়া , বার্নপুরে শো করতে যাওয়া ! কি সব দিন ছিল ! আড্ডার মধ্যে হঠাৎ বুবুর গলা ছেড়ে গান গেয়ে ওঠা “অশ্রু নদীর সুদূর পারে ….” .

তোর বড় মেয়ের বিয়েতে প্যারিস হলের বাইরে গাড়িতে Bar করা, কত অজস্র ঘটনা, সে সব আজ অতীত !
বুবু , যেখানেই থাকিস , ভালো থাকিস , সুখে থাকিস !

More from CinemaMore posts in Cinema »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.