আ জ পি তৃ প ক্ষ
বাবলু ভট্টাচার্য : আজ ১৪২৯ বঙ্গাব্দের ১০ আশ্বিন, অমাবস্যা তিথি, রবিবার৷ আজ মহালয়া৷ এই দিন পিতৃপক্ষের সমাপ্তি৷ অমাবস্যা শেষে পিতৃপক্ষের সমাপ্তিতে দেবীপক্ষের সূচনা হয়৷ এবং শুক্লপক্ষে প্রতিপদ তিথিতে দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূতা হন৷
বছরের ১২ মাসে ২৪টি পক্ষ রয়েছে, তার মধ্যে ২টি পক্ষ বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রথমটি পিতৃপক্ষ ও দ্বিতীয়টি দেবীপক্ষ। আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের তিথিকে বলা হয় মহালয়া। এই কৃষ্ণ পক্ষকে জিতিয়া, ষোলাশ্রাদ্ধ, অপরপক্ষ কিংবা পিতৃপক্ষ বলা হয়৷ পিতৃপক্ষের শুরু ভাদ্র পূর্ণিমা তিথিতে, সমাপ্তি মহালয়া (সর্বপিতৃ অমাবস্যা তিথি)-তে ৷
পিতৃপক্ষে স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ ও তর্পণ করা হয়। যমালয় থেকে মর্ত্যলোকে এ সময় পিতৃ পুরুষেরা আসেন। তাদেরকে তৃপ্ত করার জন্য তিল, জল, দান করা হয়। এবং তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কাদান করা হয়।
পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান হিন্দুধর্মে অবশ্য করণীয় একটি অনুষ্ঠান৷ গরুঢ় পুরাণে গৃহস্থদের দেব, ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃ তর্পণের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই অনুষ্ঠানে পূর্ববর্তী তিন পুরুষের উদ্দেশ্যে পিন্ড ও জল প্রদান করা হয় তাঁদের নাম উচ্চারণ করে এবং গোত্রের পিতাকে স্মরণ করা হয়৷
Be First to Comment