ভাস্বর চ্যাটার্জি : (অভিনেতা, আত্মকথায়) কলকাতা, ৪ জুলাই, ২০২২। কি বলব, কোথা থেকে শুরু করব বুঝতে পারছিনা।
আজ থেকে ঠিক ২০ বছর আগে আমার ল্যান্ডলাইন এ বেজে উঠেছিল আর ওপাশ থেকে একজনের গলা-আমি তরুণ মজুমদার বলছি। আমার অফিস এ একবার আসতে পারবেন? গলা দিয়ে আওয়াজ বেরোয়নি ১ মিনিট।
যেদিন আলো সাইন করেছিলাম সেদিন চোখের জল ধরে রাখতে পারিনি, ওনার ছবিতে কাজ করা মানে অনেক কিছু পাওয়া।
সত্যি তো তাই। বকুনি খেয়েছি, ভালবাসা পেয়েছি ঢের। আলো ছবির স্ক্রিপ্ট এর এক অংশ আমার কাছে আছে যা সারা জীবনের এসেট হয়ে রইল।
মনে আছে বিজলী সিনেমা হল এ আলো রিলিজ এর ঠিক আগে আমাদের বলেছিলেন-এই যুগে আমার এই ছবি কি কেউ দেখবে? রিলিজ এর পর যা হল তা ইতিহাস। ইয়ং ছেলেরা ওনার হাত ধরে বলত-কেন এত কাঁদালেন?
ভাল থাকবেন জ্যেঠু।



















Be First to Comment