Press "Enter" to skip to content

আজ আন্তর্জাতিক নৃত্য দিবস……..।

Spread the love

আন্তর্জাতিক নৃত্য দিবস আজ

বাবলু ভট্টাচার্য : নৃত্য হচ্ছে মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি। কেননা নৃত্য ও এর ভাষা কাজ করে একসূত্রে।

আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। সারা বিশ্বে প্রতি বছরের ২৯ এপ্রিল নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। আমাদের দেশ ভারতবর্ষে ও প্রতিবছর এই দিনটি মহা সমারোহে পালিত হতো। করোনা অতিমারীর কারণে গতবছর এবং এই বছরও আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা সম্ভবপর হয়নি।

ইন্দ্রানী দত্ত

ইন্দ্রানী দত্ত।

১৯৯২ সালে দিবসটি ইউনেস্কোর স্বীকৃতি লাভ করে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে পালিত হয়ে আসছে বিশ্ব নৃত্য দিবস। আয়োজন করা হয় নানান অনুষ্ঠানের। তবে এ বছর করোনার কারণে তেমন কোন আয়োজনই থাকছে না।

মৌবনি সরকার

মৌবনি সরকার।

দিবসটি উদযাপন করা হয় ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জস নুভেরের জন্মদিনে। এই মহান শিল্পীকে চিরস্মরণীয় করে রাখার জন্য ১৯৮২ সালে ইউনেস্কো ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে নির্ধারণ করে।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *