নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৩ মার্চ, ২০২৫। সাধারণভাবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পালন করা হয় আন্তর্জাতিক কিডনি দিবস। ২০২৫ সালে ১৩ মার্চ পালিত হল আন্তর্জাতিক কিডনি দিবস। এই দিনে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচিত হয়।যেমন-
* সকল ধরণের দীর্ঘস্থায়ী কিডনি রোগের (বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের) জন্য পদ্ধতিগত স্ক্রিনিং।
* প্রতিরোধমূলক টিপস প্রচার।
*কিডনি ব্যর্থতার জন্য সর্বোত্তম ফলাফলের বিকল্প হিসেবে কিডনি প্রতিস্থাপনের পক্ষে প্রচারণা। একটি পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে প্রতি ১০ জনের মধ্যে ১ জন কোনো না কোনোভাবে কিডনির সমস্যায় ভুগছেন। গবেষকেরা বলছেন, জিনগতভাবে দক্ষিণ এশীয় ভৌগোলিক অঞ্চলের মানুষ, অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মানুষদের দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। বিশেষ করে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের হার বৃদ্ধির সাথে।
এই বছর, ২০২৫ সালে বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য হল “আপনার কিডনি কি ঠিক আছে? তাড়াতাড়ি সনাক্ত করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন “। এই প্রতিপাদ্য জটিলতা প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদী কিডনির স্বাস্থ্য নিশ্চিত করার জন্য কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণের উপর জোর দেয়। এটি কিডনির কার্যকারিতা রক্ষার জন্য বিশ্বব্যাপী সচেতনতা এবং সক্রিয় পদক্ষেপের উপরও জোর দেয়। একটি ক্রমবর্ধমান অবস্থা যা বিশ্বব্যাপী জনসংখ্যার ১০% কে প্রভাবিত করে। সাধারণত বয়স্ক এবং ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রচলিত, দীর্ঘস্থায়ী কিডনি রোগ নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলিতে একটি উল্লেখযোগ্য বোঝা বহন করে।
কলকাতার অন্যতম নেফ্রোলজিস্ট ডাঃ প্রতীক দাস ২০০৫ সাল থেকেই কিডনি প্রতিস্থাপন শুরু করেন। এখন পর্যন্ত অন্তত ২৫০০ কিনডি তিনি সাফল্যর সঙ্গে প্রতিস্থাপন করেছেন। তিনি কলকাতা কিডনি ইনস্টিটিউটের পরিচালক ও অন্যতম শিক্ষক।
বিশ্ব কিডনি দিবসের দিনে ডাঃ প্রতীক দাস ও কলকাতা কিডনি ইনস্টিটিউট উদ্যোগে কিডনি সচেতনতা র্যালি হয়। আজ র্যালি শুরু হয় দক্ষিণ কলকাতার অভিষিক্তা থেকে রুবি হয়ে পুনরায় অভিষিক্তা মোড়ের শেষ হয় । যার মধ্যে ১০০ জন প্রতিস্থাপন রোগীর অংশগ্রহণ করেন। কিডনি প্রতিস্থাপনের পর কীভাবে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে ডাঃ প্রতীক দাস বিস্তারিত বিশ্লেষণ করেন। এই কিডনি দিবসের বিশেষ গুরুত্ব হলে – মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ‘কিডনি’ সম্পর্কে মানুষকে সচেতন করা। প্রথম পর্বে এর চিকিৎসা শুরু হলে পরবর্তীকালে বড়ো সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়।
Be First to Comment