Last updated on February 20, 2023
বিশেষ প্রতিনিধি: কলকাতা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩। আজকে সংযম, আগামীকাল মহাশিবরাত্রি। যে সকল ভোলেবাবার ভক্তগণ আছেন তারা সকলে এই ব্রত যথাসম্ভব পালন করার চেষ্টা করবেন। যদি শনিবারে সারারাত ধরে ৪ প্রহর একসাথে না করতে পারেন তবে সন্ধেবেলায় একসাথে ৪ প্রহরের পূজা করে নিতে পারেন। অথবা রবিবারে মধ্যাহ্নে একপ্রহর করবেন।
তাও এই ব্রত কেউ বাদ দেবেন না। অবশ্য এটা আমার বিশ্বাস। চার প্রহরের পূজা করতে গেলে একেবারে নির্জলা হয়ে মানে সর্বেসর্বা ত্যাগ করে উপোস করতে হবে এমন নয়। আপনি চাইলে সূর্যাস্তের আগে পর্যন্ত দুধ, ফলমূল খেতে পারবেন। সবজি রান্না করতে চাইলে ঘি ব্যাবহার করতে হবে। শুধু পঞ্চান্ন গ্রহন করা যাবে না।সূর্যাস্তের পর আর কিছুই খাওয়া যাবেনা এমন কি জল পর্যন্ত ও নয়। অনেকে ভাববে যে এটা হয়তো ইসকনের নিয়ম, আগেই বলে রাখি এটা ইসকনের নিয়ম নয়, জনসাধারণের হিতার্থে এই নিয়ম। এভাবেও শিবরাত্রির চার প্রহরের পূজা করা যায়। *ॐ নমঃ শিবায়*
Be First to Comment