Press "Enter" to skip to content

আগামীকাল প্রকাশিত হবে স্বস্তিনাথ শাস্ত্রীর বহু প্রতীক্ষিত বই “কয়েক ঘন্টার আপনজন”…..।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২৮ জুন ২০২২। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামীকাল, ২৯ জুন, বুধবার, বিকেল ৫ টায়, মিনার্ভা থিয়েটারের মঞ্চে, আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হতে চলেছে বর্তমান দৈনিক পত্রিকার সাংবাদিক স্বস্তিনাথ শাস্ত্রীর লেখা বালার্ক নাট্যপত্র ও প্রকাশনার উদ্যোগে ‘কয়েক ঘণ্টার আপনজন’ এই বইটিতে রয়েছে বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের সাক্ষাৎকার। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, চন্দন সেন ও আশিস গোস্বামী।

প্রসঙ্গত বলা যায় এই লেখকের আরেকটি বই ২০২০ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় দে’জ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছিল ‘স্বাদ আল্হাদ।  বই প্রকাশের পর বিভাস চক্রবর্তীর সঙ্গে সওয়া একঘণ্টার আলাপচারিতায় থাকবেন আশিস গোস্বামী।
সবশেষে বালার্ক ও কথক পারফর্মিং রেপার্টরির দুটি প্রযোজনা।

More from BooksMore posts in Books »
More from Theater/DramaMore posts in Theater/Drama »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.