গোপাল দেবনাথ – “অরূপ রতনের সন্ধানে”- কলকাতায় আই সি সি আর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল চতুর্থ বার্ষিক রবীন্দ্র গানে প্রতিমা চন্দ্র পুরস্কার। সহযোগিতায় ডাকঘর। পশ্চিমবঙ্গের বিভিন্নপ্রান্ত থেকে রবীন্দ্রগানের শিল্পী ও অনুরাগীরা এই প্রতিযোগিতায় যোগদান করেন। এই প্রতিযোগিতা শুধুমাত্র রবীন্দ্রগানের জন্যই ধার্য ছিল। অভিজ্ঞ বিচারক মন্ডলী এই মঞ্চের উপর গান গাওয়া কে নির্ভর করেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে নির্বাচিত করে পুরস্কৃত করেন। বহু প্রতিযোগীর মধ্যে থেকে রোটারী সদনে ৫৫জন রবীন্দ্রগানের শিল্পীকে নির্বাচন করেন নির্বাচক মন্ডলী। এই ৫৫জন শিল্পীর মধ্য থেকে অন্তিম পর্যায়ের জন্য ১০জন শিল্পী নির্বাচিত হয়। অন্তিম পর্যায়ের রবীন্দ্রগানের বিচারক মণ্ডলীতে ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রাবনী সেন, প্রথিতযশা সুরকার জয় সরকার এবং রবীন্দ্রগানের অন্যতম বিশিষ্ট শিল্পী কমলিনী মুখার্জী। ডাকঘর সংস্হার প্রতিষ্ঠাতা জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার এই রবীন্দ্রগানের প্রীতিযোগীতার আয়োজন করেন। জয়ী তিন প্রতিযোগীর মধ্যে ৭০০০০/-টাকা মূল্যের বাদ্যযন্ত্র প্রদান করা হয় এবং একই সাথে এই মঞ্চেই নির্বাচিত তিন জয়ী প্রতিযোগীকে সুদৃশ্য ট্রফি ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়। এই পুরস্কার বিতরিণী অনুষ্ঠানে তৃতীয় বর্ষের প্রতিযোগিতায় জয়ী প্রতিযোগীদের গানের সিডি প্রকাশ করা হয়। এই সংস্থা কেবলমাত্র পুরস্কার দিয়েই দায়িত্ব সেরে ফেলেন না, আগামীদিনে এগিয়ে যাওয়ারও পথ দেখায়। যে তিনজন শিল্পী পুরস্কৃত হলেন তারা হলেন গরিফা নৈহাটি থেকে প্রথম সুমেলী চক্রবর্তী দ্বিতীয় শান্তিনিকেতন থেকে রিমা দাসগুপ্ত এবং তৃতীয় রোদসী ঘোষ নৈহাটি থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পি সি চন্দ্র গ্রূপের অরুন কুমার চন্দ্র ও শুভ্র চন্দ্র। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল প্রতিমা চন্দ্র ফাউন্ডেশন ও ডাকঘর সংস্হার ঐকান্তিক উদ্যোগে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ বসু।
আই সি সি আর এ চতুর্থ বর্ষে রবীন্দ্র গানে প্রতিমা চন্দ্র পুরস্কার
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment