নিজস্ব প্রতিনিধি : খড়গপুর, ৯ মে ২০২২।
আই আই টি খড়গপুর ক্যাম্পাসের একটি সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ চারুলতা’র উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী তে আজ ২৫ শে বৈশাখ সোমবার সন্ধ্যায় শুরু হয়ে রাত ১০ টা পর্যন্ত টেকনোলজি পূজা মণ্ডপে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল আই আই টি ক্যাম্পাসের অধিবাসীবৃন্দ দ্বারা পরিবেশিত রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি ও রবীন্দ্রনৃত্য । শ্রীমতি সুতপা সাহা গলুই ও শ্রীমতি অপরাজিতা মল্লিক এর রবীন্দ্র আবৃত্তি ও সংগীতের যুগলবন্দী অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দেয়। এছাড়া অধ্যাপক ভানু ভূষণ খাটুয়া, অধ্যাপক পবিত্র শান্ডিল্য, অধ্যাপক অমিত পাত্র ও শ্রীমতি আবীরা ভট্টাচার্য্য পরিবেশিত রবীন্দ্র সঙ্গীত ও কুমারী অন্বেষা নাথের পরিবেশিত রবীন্দ্র নৃত্য উপস্থিত সকলকে আনন্দ দেয়। এছাড়াও মঞ্চ কমিটির উদ্যোগে সকালে রবীঠাকুরের প্রতিকৃতি ও রবীন্দ্রসঙ্গীত সহ একটি সুদৃশ্য ট্যাবলো ক্যাম্পাস পরিক্রমা করে।
চারুলতার পক্ষ থেকে সভাপতি শ্রী মৃনাল কান্তি নাথ বলেন এটি তাদের প্রথম নিবেদন এবং আগামীদিনে তারা আরও সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য আই আই টি খড়গপুর পরিবারের সমস্ত সদস্যদের ধন্যবাদ এবং আই আই টি কতৃপক্ষের অনুমতি প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Be First to Comment