Press "Enter" to skip to content

আইসিসিআর এ পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হল সি জে সি-র ষষ্ঠ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১০এপ্রিল,২০২৩।  এই রাজ্যের বিধায়ক তথা কলকাতা পৌরনিগম-এর অন্যতম মেয়র পারিষদ সদস্য দেবাশিস কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণের মাধ্যমে গত রবিবার ৮ এপ্রিল শেষ হল ‘কলকাতা জার্নালিস্টস ক্লাব’-এর ষষ্ঠ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা।
‘ইণ্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ সংক্ষেপে আইসিসিআর-এ গত ৭ এপ্রিল শুক্রবার থেকে চলছিল আন্তর্জাতিক স্তরের এই প্রদর্শনী তথা প্রতিযোগিতা।

পুরস্কার বিতরণী মঞ্চে দেবাশিস কুমার ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী ইশা সাহা, আশা অডিও-র কর্ণধার দিব্যেন্দুশেখর লাহিড়ী সহ সংস্থার সভাপতি প্রান্তিক সেন, সম্পাদক ইমনকল্যাণ সেন ও কোষাধ্যক্ষ সাধনা দাস বোস।

কলকাতা জার্নালিস্টস ক্লাব-এর সভাপতি প্রান্তিক সেন জানিয়েছেন, “দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কমবেশি ৮ শতাধিক আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য এসেছিল, অনেক ঝাড়াই বাছাইয়ের পর ১৪৪ জন আবেদকের থেকে প্রাপ্ত কমবেশি ৩৫০ আলোকচিত্র নিয়ে চলছিল এই প্রদর্শনী।”

সভাপতির পাশাপাশি সংস্থার সম্পাদক ইমনকল্যাণ সেন জানিয়েছেন, “গত তিন মাস ধরে আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ সহ একাধিক সদস্যের পরিশ্রমের ফসল এই প্রদর্শনী। প্রদর্শনীতে ব্ল্যাক অ্যাণ্ড হোয়াইট, পিপল অ্যাণ্ড স্ট্রীট, নেচার অ্যাণ্ড ল্যাণ্ডস্কেপ এবং ওয়াইল্ড লাইফ শীর্ষক পৃথক চারটে শৃঙ্খলায় প্রতিযোগিতা হয়েছিল। প্রতি বিভাগ থেকে দশটা পুরস্কার দেওয়ার পাশাপাশি একজন পেয়েছেন সেরার সেরা পুরস্কার।”


বলে রাখা ভালো, পুরস্কারের পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকেই দেওয়া হয়েছে স্মারক ও শংসাপত্র।

প্রসঙ্গত উল্লেখ্য, ব্ল্যাক অ্যাণ্ড হোয়াইট বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন দীপঙ্কর পাল, নেচার অ্যাণ্ড ল্যাণ্ডস্কেপ বিভাগে ষষ্ঠ পুরস্কার পেয়েছেন অনুপম হালদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে পুরস্কৃত হয়েছেন তরুণ রায় সহ অন্যান্যরা।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.