নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ অক্টোবর, ২০২৩। অ্যাডামাস ইউনিভার্সিটি স্কুল অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো টেকনোলজির উদ্যোগে এবং দ্য সোসাইটি অফ বায়োলজিক্যাল কেমিস্টস ও মাইক্রোবায়োলজিস্টস সোসাইটির সহযোগিতায় সম্প্রতি অনুষ্ঠিত হল তিন দিনের বায়োনেক্সট ২০২৩ আন্তর্জাতিক সম্মেলন।
অ্যাডামাসে আয়োজিত ওই সম্মেলনে ভারতীয় প্রতিনিধিরা ছাড়াও হাজির ছিলেন ইউনাইটেড কিংডম এবং পোল্যান্ডের প্রতিনিধিরা।
আলোচনায় অংশ নেন ড. রুদ্রপ্রসাদ সাহা, অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ লাইফ সায়েন্স এবং বায়ো টেকনোলজির ডিন, সিএসআইআর-আইআইসিবি’র মুখ্য বিজ্ঞানী ড. শিবশঙ্কর রায়; নাইসেড-এর ডিরেক্টর ও বিজ্ঞানী ড. শান্তা দত্ত; ড. সুশান্তকুমার মণ্ডল, বিশ্ববিদ্যালয়ের ডিন অফ অ্যাকাডেমিকস এবং ডিন অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যান্ড অ্যাক্রিডিটেশন, এবং ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৌভিক রায়চৌধুরি।
মৌলিক গবেষণালব্ধ জ্ঞানের সঞ্চারই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।
Be First to Comment