Press "Enter" to skip to content

অ্যাডামাসে তরুনদের জন্য চারদিনের শীতকালীন ক্যাম্প…..।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ১২ ডিসেম্বর, ২০২২- অ্যাডামাস ইউনিভার্সিটি, সমিত রায় ফাউন্ডেশন(SRF)এর সহযোগিতায় ছাত্রদের মধ্যে সৃজনশীলতা, গতিশীলতা, এবং উদ্দিপনা সঞ্চারিত করতে প্রথমবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চার দিনের শীতকালীন ক্যাম্প শুরু হয়েছে। এই শিবিরের লক্ষ্য তরুণদের তাদের কর্মজীবনের দিশা এবং যোগাযোগের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে সঠিক সিধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান। এছাড়াও সমালোচনামূলক চিন্তাভাবনা, দলগত কাজের প্রতি বিশেষ মনোযোগ, এবং আন্তঃব্যক্তিক দক্ষতা ইত্যাদি উপরেও চর্চা করা হয়েছে এই ক্যাম্পে। প্রফেসর ডঃ সমিত রায়, চ্যান্সেলর, অ্যাডামাস ইউনিভার্সিটি, প্রফেসর ডঃ নবীন দাস, ভাইস চ্যান্সেলর, অ্যাডামাস ইউনিভার্সিটি এবং চন্দ্রজিৎ মিত্র, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, গত শনিবার ১০ই ডিসেম্বর  অ্যাডামাস ইউনিভার্সিটিতে এই ক্যাম্পের উদ্বোধন করেন। ২০০র উপর শিক্ষার্থী ৩৪এর বেশি স্কুল থেকে অংশগ্রহন করেছে। এরমধ্যে কয়েকটি স্কুল হল- রকভেল অ্যাকাডেমি, কালিম্পং, সেন্ট অগাস্টিন গ্রুপ অফ স্কুল, সেন্ট্রাল মডেল স্কুল ইত্যাদি। ক্যাম্প সাইট থেকে কথা বলতে গিয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঃ চন্দ্রজিৎ মিত্র বলেন, “আমাদের লক্ষ্য পাঠ্য বইয়ের বাইরে মানবিক মূল্যবোধ এবং জীবন-দক্ষতা জাগানো।

এই তরুন ছাত্ররা আত্মবিশ্বাস তৈরি করতে, মানসিক স্থিতিশীলতা শেখার জন্য মজার মজার অনুশীলন করবে। এছাড়াও নেতৃত্বের ক্ষমতা বাড়ানো, প্রযুক্তি সম্পর্কে জ্ঞান সাধারন আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানের পাশাপাশি কার্যকরভাবে কীভাবে যোগাযোগ করা যায় তা শিখতেও সাহায্য করবে এই ক্যাম্প। এই শিবির তাদের সারাজীবন বন্ধু চিনতেও সাহায্য করবে”। এই শীতকালীন ক্যাম্পে একাধিক শাখায় ইন্টারেক্টিভ সেশন, দক্ষতার প্রতিযোগিতা, শিক্ষামূলক ফোরাম, খেলাধুলা, সৃজনশীল শিল্প, বনফায়ার, ক্যাম্পিং এবং আরও অন্যান্য মজাদার ক্রিয়াকলাপ রয়েছে এই ক্যাম্পে যা এক কথায় অনবদ্য।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.