পি. সি. সরকার, বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান এবং বিশিষ্ট লেখক। ৩, নভেম্বর, ২০২০। অস্ট্রেলিয়ার প্রখ্যাত জাদু-ঐতিহাসিক, ডিপ্লোম্যাট, গবেষক লেখক শ্রী জন জুব্রিজকি, ভারতীয় জাদুবিদ্যার ইতিহাস নিয়ে দুর্দান্ত সুন্দর একটা বই লিখেছেন। তার উদ্বোধন করালেন আমাকে দিয়ে, খুব আড়ম্বরের সঙ্গে।

বই তো উদ্বোধন হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি এমন একটা ঐতিহাসিক কাণ্ড ঘটিয়ে ফেললেন যে ভারতের জাদুবিদ্যার শিক্ষিত সমাজ এটাকে এক আবেগঘন যুগসন্ধিক্ষণ বলতে শুরু করেছেন। তিনি প্রথমে জয়শ্রীকে ডাকেন। মঞ্চের মধ্যিখানে দাঁড়াতে বলেন, তারপর সবাইকে চমকে দিয়ে জয়শ্রীর দুপাশে দুজন “ঐতিহাসিক জুনিয়র”কে দাঁড় করিয়ে দেন।

একজন হলাম আমি, আর অন্যজন হলেন, বিগত যুগের, আমার বাবার ঘনিষ্ঠতম জাদুকর বন্ধু এবং প্রতিদ্বন্দ্বী, স্বর্গগতঃ “গোগিয়া পাশা” মহোদয়ের সুপুত্র, “গোগিয়া পাশা-জুনিয়র” মহাশয়কে।

তিনিও প্রথিতযশা, দক্ষ জাদুকর, সম্প্রতি অবসর গ্রহণ করেছেন, আমার অভিন্নহৃদয়, অতুলনীয় বন্ধু। পরিচয় করিয়ে দিতেই হাততালির ঝড় বয়ে গেল। রেশ কাটার আগেই আমি বলি, “আমরা বংশ পরম্পরায় আছি এবং থাকবো”,

বলেই আমার কন্যে মানেকা-কে পাশে ডাকি। তা দেখে ও , ওর ছেলে এবং ছেলের বৌকে ডাকে।

স্টেজ গম্ গম্ করে ওঠে। পরে মৌবনী আর মুমতাজও আসে। মধুরেণ সমাপয়েত হয়। কি সুন্দর পরিপূর্ণ দৃশ্য !

ছল ছল চোখে লেখক জন জুব্রিজকি বলেন, বুক আমার ভরে গেছে, আমি এতো আনন্দ আশা করিনি। এই জন্যই আমি ভারতবর্ষকে এতো ভালোবাসি।


Be First to Comment