গোপাল দেবনাথ : কলকাতা, ১১ মার্চ, ২০২৫। গত ৯ মার্চ রবিবার লেকটাউন মুক্তমঞ্চে অশোক আখড়া এক ব্যায়াম মন্দির আয়োজন করলো ন্যাশনাল আয়রন লিফটিং আর্ম ফাইটিং বডি বিল্ডিং ও গ্রিক গড চ্যাম্পিয়নশিপ ২০২৫। জাতীয় ভিত্তিক এই প্রতিযোগিতায় আমাদের রাজ্য ছাড়া উড়িষ্যা, বিহার ও ঝাড়খণ্ডের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
মোট ৭৫জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সারাদিন ব্যাপী এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে আয়রন লিফটিং এ অমিত ভদ্র চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স এর খেতাব জিতে নেন। মহিলা বিভাগে আয়রন লিফটিং এ পম্পা বিশ্বাস চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স খেতাব জিতে নেন। পুরুষ বিভাগে অনির্বান ব্যানার্জী গ্রিক গড এর খেতাব জিতে নেন।
বডি বিল্ডিং এ ধনঞ্জয় মাইতি, মেন্স ফিজিকে সোমনাথ দত্ত এছাড়াও শান ই হিন্দুস্থান ও সব বিভাগ মিলিয়ে দেব কুন্ডু সেরার সেরা হয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করে দেন। প্রবীণ ব্যায়ামবীরদের মধ্যে গ্রিক গড খেতাব লাভ করেন অনির্বান ব্যানার্জী। ম্যান মাস্টার গ্রিক গড খেতাব জিতে নেন মঙ্গলময় গাঙ্গুলি, সব বিভাগের খেলার মধ্যে টিম চ্যাম্পিয়ন বলে বিবেচিত হয় হালি শহর পাওয়ার হাউস জিম। রানার্স টিম- হুগলি টিম। আর্ম ফাইটিং এ চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স খেতাব জিতে নেন রোহন নন্দন।
এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিমল চন্দ, গোপাল দেবনাথ, পার্থ চন্দ, পৃথা চন্দ, গৌরাঙ্গ চক্রবর্তী, রতন সাহা, রবীন্দ্রনাথ মুখার্জী সহ বিশিষ্টজন। প্রতিযোগীদের প্রশিক্ষক হিসেবে হাজির হয়ে ছিলেন অভিষেক গুপ্ত, অনিক বিশ্বাস ও অনির্বান। সারাদিনব্যাপী এদিনের প্রতিযোগিতায় অফিসিয়াল হিসেবে ছিলেন মাহেশ্বরী, আমিশা রাজ, অনির্বান, সৌজন্য, কিশোর, অমররাজ, সোমনাথ ও আয়েশারাজ। আয়োজক সংস্থা অশোকরাজ এক ব্যায়াম মন্দির এর কর্ণধার অশোকরাজ উপস্থিত সাংবাদিকদের বলেন এদিনের চূড়ান্ত বাছাই পর্বের ছেলে মেয়েরা আগামীদিনে বহুদূর পৌঁছতে পারবে বলেই আমার বিশ্বাস।
এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে নাচ গানের সাথে সামাজিক বার্তা নিয়ে হাজির হয়েছিলেন এক প্রবীণ প্রতিযোগী। এক প্রতিযোগী তার শরীরটা যে মন্দির সেটা দর্শকদের সামনে তুলে ধরার জন্য ভগবানের নানা রূপে ধরা দিয়েছিলেন। একটি অসাধারণ অনুষ্ঠানের সাক্ষী থাকলো উপস্থিত দর্শকগণ।
অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে ন্যাশনাল আয়রন লিফটিং আর্ম ফাইটিং ও গ্রিক গড শের ই হিন্দুস্থান ২০২৫…।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।






Be First to Comment