Press "Enter" to skip to content

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে দুঃস্থ নিপীড়িত মানুষের সাথে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলো ছোট্ট সাচী……।

Spread the love

গোপাল দেবনাথ : আসানসোল, ২২, ডিসেম্বর, ২০২০। জন্মদিন কথাটা মনে এলেই প্রথমে মনে আসে কেক এর কথা। সাধারণত জন্মদিন উৎসব পালন করা হয় বাড়ি হোটেল বা রেস্টুরেন্টে। অভিনব জন্মদিন উৎসব দেখলো আসানসোলের বাসিন্দারা। আসানসোলে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জীর

উদ্যোগে বিভিন্ন সামাজিক কাজের সাথে সাথে ফুড ব্যাংক প্রজেক্ট টানা ৮১৪ দিন ধরে শীত, গ্রীষ্ম, বর্ষা, করোনা মহামারী, লকডাউন সব ধরণের বাধা উপেক্ষা করে সব সময় দুঃস্থ নিপীড়িত গৃহহীন মানুষের মুখে অন্ন তুলে দিয়ে আসছেন সংস্থার একনিষ্ঠ সদস্যরা।

আজ অর্থাৎ ২২শে ডিসেম্বর আসানসোল ক্যাম্পাসে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর মাননীয়া সদস্যা শ্রীমতি মিঠু মুখার্জী তার আদরের ছোট্ট মিষ্টি নাতনি সাচী মুখার্জির

শুভ জন্মদিন উপলক্ষে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, কেক, চকোলেট ও মিষ্টি দুঃস্থ মানুষের হাতে তুলে দেন।

উপস্থিত সকল মানুষ এই উদ্যোগ কে সাধুবাদ জানান। মিষ্টি সাচী সকলকে নিয়ে জন্মদিনের কেক কাটে।

সেই কেক উপস্থিত সকলের মধ্যে তুলে দেন মিঠু মুখার্জী। বুম্বা মুখার্জী সকলকে অনুরোধ করেন, যে যার সাধ্যমত ফুড ব্যাংক কে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

পরিবারের কোনো আনন্দ অনুষ্ঠানে দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিতে চাইলে ফুড ব্যাংক প্রজেক্টে সামিল হতে পারেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *