Press "Enter" to skip to content

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে অন্য ধরনের ভাই ফোঁটার সাক্ষী থাকলো আসানসোল…….।

Spread the love

গোপাল দেবনাথ : আসানসোল, ১৬, নভেম্বর, ২০২০। আজ বাঙালিদের কাছে যা ভাইফোঁটা নামে পরিচিত অবাঙালি পরিবারের কাছে ভাই দুজ হলো এক চিরাচরিত ভাই বোনেদের পবিত্র উৎসবের দিন।

কবে থেকে এই ভাই ফোঁটা শুরু হয়েছিল সঠিক ভাবে জানা যায় না। কথিত আছে যম এর বোন যমুনা প্রথমে ভাই যমের কপালে ফোঁটা দিয়ে যমের অমরত্ব প্রার্থনা করে এবং যম অমরত্ব লাভ করে।

সেই থেকেই ভাই ফোঁটায় সব বোনেরা ভাইদের জন্য এই প্রার্থনা করে থাকে। বাঙালি ও অবাঙালিদের কাছে এ এক অনন্য বন্ধনের উৎসব। আজকের দিনে বেশির ভাগ পরিবারেই একমাত্র সন্তান সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান সকলেই কমবেশি ভাই ফোঁটার দিনে ফোঁটা দিতে বা নিতে না পারার জন্য মনে কষ্ট অনুভব করে থাকেন।

অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী র নেতৃত্বে এই সংস্থার মহিলা সেলের সদস্যরা এক অন্যধরণের ভাই ফোঁটার আয়োজন করেন। আসানসোলে সকাল থেকেই দেখা গেলো শহরের অলিগলিতে রং বেরংয়ের পাঞ্জাবি পরিহিত ভাই আর রকমারি শাড়ির সাজে বোনেদের তৎপরতা। কিন্তু এই চকচকে সমাজের বাইরেও আরেক সমাজ থাকে যেখানে এই স্নেহের আলো পৌঁছায় না। যাদের কপাল ফাঁকাই থেকে যায়।

কোনও বোন তাদের জন্য শুভ কামনা করে না “যমের দুয়ারে পড়ল কাঁটা” ও বলে না। বাড়ি, পরিবার, সমাজ সবকিছু থেকে যারা দূরে তাদের জন্যই এবার আমাদের মানবিক উদ্যোগ এ কথা বলেন বুম্বা বাবু।

আসানসোল রেলস্টেশনে অগণিত গৃহহীন মানুষকে আমাদের সংগঠন অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের মহিলা সদস্যরা ভাতৃরূপে আজকের দিনে বরণ করে নিলেন ভাইফোঁটা বা ভাইদুজে।

বুম্বা বাবু আরো বলেন, দীর্ঘদিন ধরেই এই সকল মানুষদের প্রতিদিন রাতে আমরা খাবার পৌঁছে দিয়ে আসছি। যে কোনো উৎসবে, আনন্দে আমরাই ওদের পাশে ছিলাম,

আছি এবং থাকবো। আজ আমরা তাঁদের পারিবারিক বন্ধনে আবদ্ধ হলাম। ওদের জন্যও মঙ্গলকামনা করল এ আই এইচ আর সংস্থার বোনেরা। এক অন্য ভাইফোঁটার সাক্ষি থাকলো আসানসোল।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.